Posts

Showing posts from March, 2022

শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ এক লস্কর জঙ্গি-সহ দুই

Image
শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ এক লস্কর জঙ্গি-সহ দুই  নিজস্ব প্রতিবেদন: দু'জন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী ৷ মঙ্গলবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের পুরনো শ্রীনগরের রাইনাওয়াড়ি এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা গিয়েছে দু'জন জঙ্গি ৷ গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে রাইনাওয়াড়ি এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী ৷ এরপর শুরু হয় গুলির লড়াই ৷ তাতেই লুকিয়ে থাকা দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী ৷ নিহত জঙ্গিদের মধ্যে একজন লস্কর ই তইবার সদস্য বলে জানা গিয়েছে ৷ সে সাংবাদিক পরিচয়ে রাইনাওয়াড়ি এলাকায় থাকতে শুরু করেছিল ৷ কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, জঙ্গিদের কাছ থেকে অস্ত্র পাওয়া গিয়েছে ৷ এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷ দু'জনের মধ্যে একজন লস্কর-ই-তইবার সদস্য ৷ তার কাছ থেকে একটি সাংবাদিকদের পরিচয়পত্র পাওয়া গিয়েছে ৷ সেখানে তার নাম লেখা আছে রাইজ় আহমদ ভাট ৷ কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, এতে সংবাদমাধ্যমের অপব্যবহার করা হয়েছে ৷

অন্ডালের পরাশকোল এলাকায় পরপর 5 থেকে 6 টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

Image
অন্ডাল, পশ্চিম বর্ধমান : অন্ডালের পরাশকোল এলাকায় পরপর 5 থেকে 6 টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ওই এলাকার ব্যবসায়ী মহলে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ওই এলাকার ব্যবসায়ীরা জানান যে আমরা যখন রাত তিনটার সময় দোকান খুলতে আসি তখন দেখি আমাদের দোকানে চুরি হয়েছে। এবং দেখা যায় এডবেস্টার এর চাল ভেঙে চোরের দল দোকানের ভেতরে ঢোকে এবং পরপর 5 থেকে 6 টি দোকানে চোরের দল চুরি করেছে। তারা ক্যাশ বাক্স বেশি পরিমাণ টাকা না পাওয়ায় তারা দোকানের বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দেয়। তারপরে আমরা পুলিশকে খবর দি এবং তার পরে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। তারা আরো জানান চুরির ঘটনা এই প্রথম নয় বছরে একাধিক বার এধরনের চুরির ঘটনা ঘটে থাকে। পুলিশকে জানিয়ে ও কোন লাভ হয় না। অন্ডালের পরাশকোল এলাকায় বারবার এই ধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার ব্যবসায়ীরা। ঘটনাটি তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।

ফের চিকিৎসার গাফিলতিতে বাচ্চার মৃত্যু বেসরকারী নার্সিং হোমে

Image
ফের চিকিৎসার গাফিলতিতে বাচ্চার মৃত্যু  বেসরকারী নার্সিং হোমে ফের বাচ্চা মৃত্যুর অভিযোগ উঠলো অরবিন্দ মন্ডল, রামপুরহাট, বীরভূম : ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের আসা নার্সিং হোমে। গতকাল পায়ের সমস্যা নিয়ে ভর্তি করা হয়  এক  বাচ্চা কে, রামপুরহাটের আশা নার্সিংহোমে ডাক্তার সৌমিক সিনহার তত্বাবধানে। মৃত বাচ্চার নাম মাহিব রহমান, বয়স 4 মাস। আশা নার্সিং হোমে ছোট্ট একটা ওটি হওয়ার কথা ছিল এবং ওটি তে ভরার পরেই মৃত্যু হয় বাচ্চার এমনি অভিযোগ পরিবারের লোকজনের। বাচ্চার ঠাকুমা রেহেনা সুলতানার  অভিযোগ, গতকাল অপারেশনের পর কয়েক ঘন্টা কেটে গেলেও জ্ঞান ফেরে নি বাচ্চার, সেকথা নার্সদের বলা হলেও তারা কোনো গুরুত্ব দেয় নি, ঘুমের ঘোরে কথা বলেছে সকলে, পাশাপশি ডাক্তারকে খবর দেওয়ার কথা বললেও তারা কোনো কর্নপাত করে নি। ডাক্তার ও দেখতে আসে নি। অপারেশন টেবিলেই ডাক্তারের ভূল চিকিৎসার জন্য বাচ্চার মৃত্যু হয় বলেই অভিযোগ পরিবারের লোকজনের। ঘটনার পরই পরিবারের লোকজন নার্সিং হোমে ভাঙচুর চালায়। পড়ে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পরিবারের তরফ থেকে ডাক্তারের নামে লিখিত অভিযোগ করা হয়েছে।

গরুপাচার মামলায় রক্ষাকবচ পেলেন না অনুবব্রত

Image
গরু পাচার মামলায় অস্বস্তিতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে ‘রক্ষাকবচ’ দিল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার একক বেঞ্চের রায়ই বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালত নির্দেশ দেয়, এই মামলায় একক বেঞ্চ যে রায় দিয়েছে, তা বহাল থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করলে এ বার তাঁকে যেতেই হবে সিবিআইয়ের কাছে।