ফের চিকিৎসার গাফিলতিতে বাচ্চার মৃত্যু বেসরকারী নার্সিং হোমে
ফের চিকিৎসার গাফিলতিতে বাচ্চার মৃত্যু বেসরকারী নার্সিং হোমে
অরবিন্দ মন্ডল, রামপুরহাট, বীরভূম : ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের আসা নার্সিং হোমে। গতকাল পায়ের সমস্যা নিয়ে ভর্তি করা হয় এক বাচ্চা কে, রামপুরহাটের আশা নার্সিংহোমে ডাক্তার সৌমিক সিনহার তত্বাবধানে। মৃত বাচ্চার নাম মাহিব রহমান, বয়স 4 মাস। আশা নার্সিং হোমে ছোট্ট একটা ওটি হওয়ার কথা ছিল এবং ওটি তে ভরার পরেই মৃত্যু হয় বাচ্চার এমনি অভিযোগ পরিবারের লোকজনের। বাচ্চার ঠাকুমা রেহেনা সুলতানার অভিযোগ, গতকাল অপারেশনের পর কয়েক ঘন্টা কেটে গেলেও জ্ঞান ফেরে নি বাচ্চার, সেকথা নার্সদের বলা হলেও তারা কোনো গুরুত্ব দেয় নি, ঘুমের ঘোরে কথা বলেছে সকলে, পাশাপশি ডাক্তারকে খবর দেওয়ার কথা বললেও তারা কোনো কর্নপাত করে নি। ডাক্তার ও দেখতে আসে নি। অপারেশন টেবিলেই ডাক্তারের ভূল চিকিৎসার জন্য বাচ্চার মৃত্যু হয় বলেই অভিযোগ পরিবারের লোকজনের।
ঘটনার পরই পরিবারের লোকজন নার্সিং হোমে ভাঙচুর চালায়। পড়ে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিবারের তরফ থেকে ডাক্তারের নামে লিখিত অভিযোগ করা হয়েছে।
Comments
Post a Comment