গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার
খবর দিনভোর, শিলিগুড়ি,
সংবাদদাতা:সজল দাশগুপ্ত
বৈশাখ মাস পড়তেই তাপমাত্রার পারদ বাড়ছে, গত বছরের ব্যাপক গরম পড়েছিল শহর শিলিগুড়িতে। এ বছরে সেরকম আভাস পাওয়া যাচ্ছে।
গরমে নাজেহাল মানুষ। এদিন শিলিগুড়ি ভেনাস মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের পাশাপাশি পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার। তিনি জানান গত বছরেও তিনি প্রচণ্ড গরমের সময় পানীয় জল বিতরণ করেছিলেন, এ বছরে তিনি কর্তব্য তো ট্রাফিক পুলিশ ও পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন।
Comments
Post a Comment