উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2
খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,কলকাতা:
সোমবার সকাল পৌনে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ২ জনের মৃ*ত্যু হয়েছে। আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকে চার জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কারও মাথায় হেলমেটও ছিল না।
জানা গিয়েছে, ভোর পৌনে ৬টা নাগাদ EM Bypass দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে যাচ্ছিলেন চার যুবক। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে বাইক। ৪ জনই উড়ালপুলের ওপর ছিটকে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। রাস্তার ধারে ছিটকে পড়ে থাকা চার জনকেই উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে মৃ*ত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Comments
Post a Comment