শ্রীরামপুর, বীরভূম সহ সর্বত্র শহরে পালিত হল রথযাত্রা উৎসব
খবর দিনভোর, সুফল চন্দ ও সজল: *শিলিগুড়ি* আজ রথযাত্রা উৎসব, প্রতিবছরের মতো এই বছরেও ঘটা করে পালন করা হচ্ছে। এদিন রথযাত্রা উৎসবকে ঘিরে শিলিগুড়ি ইসকন মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি ছিল। এদিন বিকালে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা ইসকন মন্দির থেকে রথে করে বেরিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। *বীরভূম* রথের দড়িতে টান পরলো বীরভূমের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির রথে। রবিবার সকাল থেকে মহা ধুমধামের সাথে বিভিন্ন জগন্নাথ পুজো কমিটির উদ্যোগে রথ ও জগন্নাথ বলরাম সহ সুভদ্রার পুজোর আয়োজন করা হয়। আর এই পুজো শেষেই বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এবং বিভিন্ন হরিনাম সম্প্রদায়ের দল নিয়ে বিভিন্ন জায়গা থেকে রথের চাকা গড়াতে থাকে গ্রাম্য রাস্তায়। আজ অর্থাৎ রবিবার বীরভূম জেলার ঐতিহ্যবাহী কুন্ডলার জমিদার বাড়ির রথের পূজার পরেই টান পড়লো দড়ির। আর এই জমিদার বাড়ির রথে দড়ির টান দিতে জমায়েত হয়েছে রাজ্য হহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। একইভাবে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ময়ূরেশ্বরের রাস্তায় রথের দড়ি টানতে উদ্যোগী হলেন ময়ূরেশ্বর এলাকার মানুষ, এখানে