Posts

Showing posts from July, 2024

শ্রীরামপুর, বীরভূম সহ সর্বত্র শহরে পালিত হল রথযাত্রা উৎসব

Image
 খবর দিনভোর, সুফল চন্দ ও সজল:  *শিলিগুড়ি* আজ রথযাত্রা উৎসব, প্রতিবছরের মতো এই বছরেও ঘটা করে পালন করা হচ্ছে। এদিন রথযাত্রা উৎসবকে ঘিরে শিলিগুড়ি ইসকন মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি ছিল। এদিন বিকালে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা ইসকন মন্দির থেকে রথে করে বেরিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। *বীরভূম* রথের দড়িতে টান পরলো বীরভূমের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির রথে। রবিবার সকাল থেকে মহা ধুমধামের সাথে বিভিন্ন জগন্নাথ পুজো কমিটির উদ্যোগে রথ ও জগন্নাথ বলরাম সহ সুভদ্রার পুজোর আয়োজন করা হয়। আর এই পুজো শেষেই বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এবং বিভিন্ন হরিনাম সম্প্রদায়ের দল নিয়ে বিভিন্ন জায়গা থেকে রথের চাকা গড়াতে থাকে গ্রাম্য রাস্তায়। আজ অর্থাৎ রবিবার বীরভূম জেলার ঐতিহ্যবাহী কুন্ডলার জমিদার বাড়ির রথের পূজার পরেই টান পড়লো দড়ির। আর এই জমিদার বাড়ির রথে দড়ির টান দিতে জমায়েত হয়েছে রাজ্য হহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। একইভাবে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ময়ূরেশ্বরের রাস্তায় রথের দড়ি টানতে উদ্যোগী হলেন ময়ূরেশ্বর এলাকার মানুষ, এখানে

বর্ধমান: পঞ্চায়েত অফিসে বিডিওর আইবুড়ো ভাত সমালোচনায় বিজেপি

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: টেবিলে থালাভর্তি করে সাজানো খাবারদাবার। এলাহী আয়োজন একেবারে। খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো। টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তার পরেই সেই যুবকের কপালে ফুল-চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা, তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি তা গুপ্ত। মাথা ঝুঁকিয়ে তাঁকে প্রণামও করলেন ওই যুবক। পাশ থেকে বাজল শাঁখ। তার পরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, আইবুড়ো ভাতের আয়োজন চলছে। যিনি খেতে বসছেন, তিনিই পাত্র। এত অবধি সব ঠিকই ছিল। কিন্তু ভিডিওয় দেখা গেছে, পিছনে হাসিমুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও। হবে নাই বা কেন। এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয়! এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে! পাত্রও সাধারণ কেউ নন, তিনি বর্ধমান-১ ব্লকের বিডিও!বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকলী গ

নীতিশ কুমারের সরকারের বিরুদ্ধে উঠছে আঙ্গুল!

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বিহার: এবার বিহারে হুড়মুড়িয়ে ভাঙল দুটি সেতু! ১৫ দিনে ৭টি দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন অনেকেই দাবি করছেন, ভয়ংকর দুর্নীতির জেরেই এই হাল বিহারের।গত ১৫ দিনে সপ্তম দুর্ঘটনা। সেতু বিপর্যয় অব্যাহত বিহারে। এবার রাজ্যের সিবান জেলায় ভেঙে পড়ল দুটি সেতু। বুধবার ভারী বর্ষণের সময়ই এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে যান চলাচল ব্যাহত হয়েছে। জানা গিয়েছে, সেতু দুটি ৩৫ বছরের পুরনো। একটি ১৯৯৮ সালে তৈরি। অন্যটি ২০০৪ সালে। প্রথমটির ক্ষেত্রে নির্মাণ খরচ ছিল ৬ লক্ষ টাকা। দ্বিতীয়টির ১০ লক্ষ টাকা। কিন্তু দীর্ঘদিন সেগুলি মেরামতির কাজ হচ্ছিল না বলে অভিযোগ। এবার প্রবল বৃষ্টির ধাক্কায় ভেঙেই পড়ল সেতুদুটি। স্থানীয়দের দাবি, গন্ডকি নদীর উপরে অবস্থিত এই দুই সেতুর বিপর্যয়ের পিছনে অন্যতম কারণ দীর্ঘদিন নদীর স্রোতে সেতুর কাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়া। গত কয়েকদিনের টানা বৃষ্টি সেই বিপর্যয়কে নিশ্চিত করেছে। ১১ দিন আগে সিবানে আরও একটি সেতু ভেঙে পড়েছিল। দারৌন্দা অঞ্চলেও একটি সেতুর একাংশ ভেঙে পড়েছিল। একই ভাবে মধুবনী, আরারিয়া, পূর্ব চম্পারণ, কিষানগঞ্জেও পর পর সেতু ভেঙে পড়ার ঘটন

কলকাতা: ফের খাস কলকাতায় আগুন

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহর কলকাতায় আগুন। পার্ক স্ট্রিট, অ্যাক্রপলিস মল, বড় বাজারের মেহতা বিল্ডিং-এর পর, এবার ঘটনাস্থল ধাপা মাঠপুকুর।  ধাপা মাঠপুকুর সায়রাবাদে আগুন লেগেছে বলে খবর। ১১:২৫ মিনিটে আগুন লেগেছে। সূত্রের খবর মোবিল কারখানার গুদামে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।।