শ্রীরামপুর, বীরভূম সহ সর্বত্র শহরে পালিত হল রথযাত্রা উৎসব


 খবর দিনভোর, সুফল চন্দ ও সজল: 

*শিলিগুড়ি*

আজ রথযাত্রা উৎসব, প্রতিবছরের মতো এই বছরেও ঘটা করে পালন করা হচ্ছে। এদিন রথযাত্রা উৎসবকে ঘিরে শিলিগুড়ি ইসকন মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি ছিল। এদিন বিকালে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা ইসকন মন্দির থেকে রথে করে বেরিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন।


*বীরভূম*

রথের দড়িতে টান পরলো বীরভূমের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির রথে। রবিবার সকাল থেকে মহা ধুমধামের সাথে বিভিন্ন জগন্নাথ পুজো কমিটির উদ্যোগে রথ ও জগন্নাথ বলরাম সহ সুভদ্রার পুজোর আয়োজন করা হয়। আর এই পুজো শেষেই বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এবং বিভিন্ন হরিনাম সম্প্রদায়ের দল নিয়ে বিভিন্ন জায়গা থেকে রথের চাকা গড়াতে থাকে গ্রাম্য রাস্তায়। আজ অর্থাৎ রবিবার বীরভূম জেলার ঐতিহ্যবাহী কুন্ডলার জমিদার বাড়ির রথের পূজার পরেই টান পড়লো দড়ির। আর এই জমিদার বাড়ির রথে দড়ির টান দিতে জমায়েত হয়েছে রাজ্য হহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। একইভাবে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ময়ূরেশ্বরের রাস্তায় রথের দড়ি টানতে উদ্যোগী হলেন ময়ূরেশ্বর এলাকার মানুষ, এখানে বিভিন্ন হরিনাম সম্প্রদায়ের দল নিয়ে মহিলারা রথ উৎসবে মেতে উঠেছে। পাশাপাশি একইভাবে বীরভূমের কোটাসুর গ্রামে মদনেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে পুজো দিয়ে বৈকাল পাঁচটা নাগাদ রথ নিয়ে গ্রাম পরিক্রমা করলেন কোটাসুর গ্রামের ভক্তরা।


*শ্রীরামপুর*

৬২৮ বছরে পরলো মাহেশের রথযাত্রা উৎসব। ৭ ই জুলাই রবিবার সম্পন্ন হল রথযাত্রা উৎসব। প্রায় বিকেল চারটের পর জগন্নাথ দেব তার পরিবারসহ রথে চেপে তার নিজস্ব মাসির বাড়িতে আসলেন। অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য কাতারে কাতারে ভক্তবৃন্দ আসে জগন্নাথ মন্দিরে পুজো দিতে। জগন্নাথ দেব ও তার পরিবার পূজা গ্রহণ করেই রথে চেপে আসেন মাসির বাড়িতে। মাসীর বাড়িতে আসার পর আরতি করা হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা কে। প্রথমে সুভদ্রা দেবী আসেন মাসির বাড়ি তারপর বলভদ্র ও শেষে জগন্নাথ দেব।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*