*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*


 *_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় বাজার পার্কিং নিয়ে সমস্যা আছে। এটা ট্রাফিক পুলিশ দেখে। আশা করি সেটা পুলিশ দেখবে। অফিসের সময় অনেক বেশি ট্রাফিক থাকে। আর্থিক ভাবে সচল হলেও এখনো কাউন্সিলর দের ভাতা বাড়ানোর হচ্ছে না। কারণ আগে পেনশন দেওয়া হবে তার পরে কাউন্সিলর দের বিষয় দেখা হবে। ১০০ দিনের কাজের বকেয়া ভাতা আগামী সোমবার দিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র । বাংলা থেকেই বাংলা নিয়ে যদি তিনি বলে থাকেন তাহলে মনে হচ্ছে যে বিজেপি বাংলা কে বদনাম করার চেষ্টা করছে।

শুধু বাংলা কে বদনাম করা হচ্ছে। কাজ নেই টি খই ভাত। আমি অপদার্থ তাই রাজনীতিক ভাবে এটা ঘুরানো চেষ্টা করছে বিজেপির। দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে তারা। আসলে এরা  এত খুন গুজরাটে করেছে। তাই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে জানালেন মেয়র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক। যদি সবচে বেশি ভুয়া কার্ড উত্তর প্রদেশে থাকে তার জন্য বাংলার টাকা কেনো আটকানো হচ্ছে।

উনি নিজে কি করছেন এত উদ্ধত কেন। সংসদে তিনি জবাব দিচ্ছেন না কেন। রাজনীতি আপনি করছেন। বিরোধীরা রাজনীতি করছেন। একটা এত বড় ঘটনা আটকাতে পারলো না আর শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে।

কেউ যদি অন্যায় করে থাকি তাহলে আমি দায় কোনো দল দায়ী হয় না। কংগ্রেস সংসদের বাড়িতে টাকা নিয়ে বলেন ফিরহাদ হাকিম।

উত্তরবঙ্গ শুভেন্দু সফরে যখন তিনি বিজেপির দায়িত্ব নিয়েছেন। তাই মানুষ তাকে নিয়ে প্রশ্ন করবেন। তিনি তো টাকা আটকানোর কথা বলে ছিলেন। তাই মানুষ তাকে ঘিরে প্রশ্ন করছে বলেন মেয়র।

Comments

Popular posts from this blog

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*