বীরভূম: বাস দুর্ঘটনা, মৃ*ত ১, জ*খম ২০ জন, এলাকায় চাঞ্চল্য

খবর দিনভর,বীরভূম:গামারকুন্ডু থেকে সিউড়ি যাবার রুটে সিউড়ি থানার নগরী গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭ মে সকালে বাস দু*র্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ একটি বেসরকারী যাত্রীবাহী বাস রাস্তা খারাপ থাকার কারণে উল্টে যায় বলে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে৷ মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে ১ জনের মৃ*ত্যু হয়েছে, জ*খম হয়েছেন প্রায় ২০ জন, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এমনটাই জানা গিয়েছে৷ ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার ব্রিগেড পৌঁছয়৷ দু*র্ঘটনার পরই আহত যাত্রীদের সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়৷ এক জন মা*রা যান৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে খবর৷ ঘটনার প্রেক্ষিতে অনেকে দুঃখ প্রকাশ করেন৷ রাস্তা খারাপ থাকার কারণে এমন দু*র্ঘটনা বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে৷