Posts

বীরভূম:- ফের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব! জমি নিয়ে শুরু বিবাদ

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের সাঁইথিয়ায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সাইথিয়ায় এবার পাট্টা জমি নিয়ে বিবাদ। সাঁইথিয়া বি এল এন্ড এল আর ও অফিসে তিন দফা দাবি নিয়ে তৃণমূলের এক গোষ্ঠীর গনডেপুটেশন। সাঁইথিয়া ব্লকের বি এল এন্ড এল আর ও অফিসে বিক্ষোভ কর্মসূচি অবৈধভাবে পাট্টা দেওয়ার অভিযোগে ও তৃণমূলের আগের নেতা অবৈধভাবে সরকারি জমি দখলের প্রতিবাদে। এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তৃণমূলের এক বিক্ষুব্ধ গোষ্ঠী, মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ ইউনিস ,জেলা কমিটির সদস্য সাধন মুখার্জি, আরও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

বীরভূম:- কালীপূজার পর অনুব্রত মণ্ডলের জনসংযোগ শুরু

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম' কালীপুজোর পর থেকে ব্লকে ব্লকে গিয়ে জনসভার মাধ্যমে ফের জনসংযোগ ও রাজনৈতিক প্রচার শুরু করবেন অনুব্রত মণ্ডল। তার সাথেই সকলকে সঙ্গে নিয়ে একসাথে জেলা পরিচালনা করা হবে এমনটাও জানান তিনি। ওর কমিটি থাকছে কি উঠিয়ে নেয়া হচ্ছে সেই বিষয়ে কোন স্পষ্ট কথা জানাননি। তিনি বলেন সবাই একসাথে কাজ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেই মতন চলবে বীরভূমের রাজনীতি। অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকেই কাজল শেখের সঙ্গে তার একটা দ্বন্দ্ব সেই বিষয়টি সামনে আসছিল বারবার। কিন্তু সে ব্যাপারে একদিকে যেমন কাজল শেখ সরাসরি বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ও অনুব্রত মণ্ডল কে তার অভিভাবক বলেছেন। তেমনই এদিন অনুব্রত মণ্ডল ও সকলকে সাথে নিয়ে কাজ করবেন এমনটাই জানালেন। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে কিনা সেই ব্যাপারে কোন উত্তর তিনি দিতে চাননি।

হাওড়া:- রাজ্যে আসলো বাংলাদেশের ইলিশ,

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘ টালবাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য।আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ।খুচরো বাজারে যাচ্ছে মাছ।আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১৪৫০ থেকে১৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে।

মালদা:- জলবন্দি এক লক্ষ মানুষ, পুজোর আগেই দুরবস্থা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: দেড় মাস ধরে ভূতনির তিনটি অঞ্চল জলবন্দী প্রায় এক লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে মায়ের পূজো নিয়ে সাজো সাজো রব পুজো আরো কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পূজা উদ্যোক্তারা এদিকে ভুটনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম। মানিকচকের ভুতনির দামোদর টোলা পূজা মণ্ডপ গুলি জলের তলায়। গত বছর হিসাবে ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারী পূজা সহ মোট ২৯ টি পূজা হয়। এর মধ্যে ২২ টি পুজো সার্বজনীন। পূজা নিয়ে মেতে থাকে ভূত নিবাসী কিন্তু এইবারে কিভাবে পূজা হবে পূজা কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলে, ভূতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি বাকি পূজা হয় অস্থায়ী পূজা মন্ডপে তৈরি করে কিন্তু বন্যার জল ইতিমধ্যেই চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে আর কয়েকদিন পরেই দুর্গাপুজো ইতিমধ্যেই দুর্গা মন্ডপ এবং পুজো মন্ডলের জল থৈথৈ করছে সে ক্ষেত্রে ভূত নিবাসী রীতিমতো চিন্তিত তবে পুজো উদ্যোক্তারা ও ভূতনি বাসি তারা জানাচ্ছেন জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পূজো হবে।

বীরভূম:- দুর্গাপূজার প্রস্তুতি দেখতে অনুব্রত মন্ডল

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: গরু পাচার কাণ্ডে দু'বছর জেলবন্দী ছিলেন অনুব্রত। পরপর দু'বছর গ্রামের দুর্গাপুজোতে অনুপস্থিত। সামনেই দুর্গাপুজো। তার আগে গ্রামের দুর্গাপুজো প্রস্তুতি ও বাড়ির খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে।   আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে কোন যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল। শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল শুক্রবার তার গ্রামের বাড়ি নানুরের হাটসেরান্দিতে দুর্গা পুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল।  এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন। প্রথমেই মন্দিরে গিয়ে গৃহদেবতা দুর্গাকে প্রণাম করেন। তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পুজোতেও অংশ নেবেন বলে জানান অনুব্রত।  অনুব্রত মণ্ডল বলেন, প্রায় দু'বছর পর গ্রামে এলাম। সঙ্গে মেয়ে সুকন্যা আছে। পরপর দুটো বছর নিজের বাড়ির দুর্গা পুজোতে অংশগ্রহণ করতে পারিনি। খুব খারাপ লাগছে। এবারের পুজোটা গ্রামীণ সকলের সাথে কাটাবো। দু'বছর জেলবন্দি অ

বীরভূম:- বিদ্যুৎ ফেরাতে পথ অবরোধ করলো গ্রামবাসীরা

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: প্রায় সাত দিন থেকে বন্ধ গ্রামে বিদ্যুৎ পরিষেবা তাই গ্রামে বিদ্যুৎ ফেরাতে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো হাজিপুর গ্রামের মানুষজন। উল্লেখ্য বীরভূম জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত হাজিপুর গ্রামে প্রায় সাত দিন আগে ওভারলোডের কারণে পুড়ে গিয়েছে ট্রান্সফরমার , তবে সেই ট্রান্সফরমার রিপেয়ারিং করলে আবারো পুরে নষ্ট হয়ে যায় ওই ট্রান্সফরমারটি। আর ঠিক তারপর প্রাই সাত দিন থেকে গ্রামের বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা এমনটাই দাবি করছেন হাজীপুর গ্রামের মানুষজন। আর তাই আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর তিনটে থেকে সন্ধ্যা প্রায় ছয়টা পর্যন্ত বীরচন্দ্রপুর কোটাসুর রাস্তার উপর হাজিপুর বাসস্ট্যান্ডে গ্রামবাসীরা একত্রিত হয়ে পথে নেমে বিক্ষোভ দেখালো স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার দাবিতে। শেষমেশ মল্লারপুর থানার পুলিশের আশ্বাসে ওঠে পথ অবরোধ এমনই জানিয়েছেন ওই গ্রামের মানুষ ।

কলকাতা:- আসন্ন শারদীয়া পুজোর জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে পরিবহন দপ্তর

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছরের মত এবছরের রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় প্রতিমা দর্শনের বিশেষ ব্যবস্থা থাকলেও, প্রতিভা নিরঞ্জনের সেইরকম বিশেষ কোন ব্যবস্থা থাকছে না বলে জানালেন রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।।* সামনেই, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজো-কে কেন্দ্র করে প্রতিবছরের মতো এ-বছরেও রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হল। কলকাতা ও শহরতলীর বিখ্যাত মন্ডপ দর্শনের জন্য এই বিশেষ উদ্যোগ নিল রাজ্য পরিবহন দপ্তর। সড়কপথ থেকে শুরু করে জলপথে মিলবে এই বিশেষ পরিষেবা।  *রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে নেওয়া, এই বিশেষ পরিষেবাগুলি হল* :- ১. *জল পথে উত্তরের বিশিষ্ট পুজো মন্ডপ ঘোরার সুযোগ* • রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে জলপথ ও স্থলপথে দর্শনার্থীরা উত্তর কলকাতার বিশিষ্ট পুজো মন্ডপগুলি দর্শনের সুযোগ পাবেন।  • মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে সকাল ১১:০০ টায়। তারপর হাওড়া জেটি ঘুরে পৌঁছাবে আহিরীটোলা ঘাটে। সেখানে অপেক্ষা করবে এসি বাস। সেই বাসের মাধ্যমেই দর্শনার্থীরা পৌঁছে যাবেন বিশিষ্ট পুজো মন্ডপ গুলির প্রাঙ