কলকাতা: কারখানার পাঁচিলের একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক এলাকায়
খবর দিনভর, কলকাতা: গতকাল গভীর রাতে অর্থাৎ রাত্রি দুটো পনেরো মিনিট নাগাদ হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙ্গে বাসিন্দাদের।।24/3 সিরিশচন্দ্র চৌধুরী লেনের একটি কারখানার পাঁচিল দীর্ঘদিন ধরেই হেলেছিল অভিযোগ, কারখানার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দাদের।। গতকাল গভীর রাতে কারখানার পাঁচিলের একাংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী দুটি বাড়িতে।। সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বাড়ির বাসিন্দারা।। বাড়ির একাংশ ভেঙে পড়ে প্রাণ হাতে কোনরকমেই ঘর থেকে বাইরে বের হন তারা।। আর জি কর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ।।
মূলত এটি বস্তি অঞ্চল এখানকার বাড়ির বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই কারখানার পাঁচিল হেলেছিল তবে কারখানার মালিক কে জানিও কোন সুরাহা হয়নি।। গতকাল রাতেও কারখানার মালিক কে বহুবার ফোন করা হলেও কোন উত্তর মেলেনি কারখানার মালিকের তরফ থেকে।
Comments
Post a Comment