মালদা: প্রসূতির মৃ*ত্যু ঘিরে উত্তেজনা নার্সিংহোমের সামনে
খবর দিনভর,মালদা: প্রসূতির মৃ*ত্যুকে ঘিরে উত্তেজনা, বেসরকারি নার্সিংহোমের সামনে প্রসুতির মৃ*ত দেহ রেখে বিক্ষোভ মৃ*তার পরিবারে ও প্রতিবেশীদের। নার্সিংহোমের গ্রিলে ধাক্কাধাক্কি মৃ*তার পরিবারের। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচন সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে লাগোয়া নার্সিংহোমে। তুমুল বিক্ষোভ মৃ*তার পরিবারের। সেখানে চিকিৎসককের খোঁজ চান আত্মীয়রা।পরে ওই চিকিৎসকের চেম্বারের ঢুকে থাকেন।তালা বন্দি গ্রিলের ধাক্কাধাক্কি করতে থাকেন।এক ঘন্টা ধরে তীব্র উত্তেজনা পরিস্থিতি ওই নার্সিংহোম চত্বরে।ঘটনাস্থলে চাঁচল থানার পুলিস ও র্যাফ মোতায়েন রয়েছে।পুলিশকে বেগ পেতে হয় ধুন্ধুমারে। জানা যায়,মৃ*তার নাম দীপিকা দাস (২৩)বাড়ি চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণপাড়ায়।সেই নার্সিংহোমে সিজারের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা দেবী।শারীরিক অবস্থা অবনতি হলে কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে রবিবার রাতে মৃ*ত্যু হয়।পরিবারের দাবি,কলকাতার চিকিৎসক বলেছেন,চিকিৎসায় খামতি থাকায় এই পরিণতি।কলকাতা থেকে দেহ নিয়ে এসে নার্সিংহোমের বাইরে দেহ রেখে বিক্ষোভে ফেটে পড়েন।দুই সদ্যোজাতকে নিয়ে অনবরত উত্তেজনা চলে। চিকিৎসক একটি ঘরে ভেতর থেকে গ্রিলে তালা থাকায় ঢোকা সম্ভব হয়নি।তার কোনো প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি।
Comments
Post a Comment