গুরু পূর্ণিমা বিষয়ে কিছু তথ্য
খবর দিনভোর নিউজ ডেস্ক, শ্রীরামপুর, বুধবার, ১৩ জুলাই ২০২২ :
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর।
গুরুরেব পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম:।
গুরুর এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিষ্যরা তাদের গুরু কে স্মরণ করেন। শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আধ্যাত্মিক গুরু দেরকে স্মরণ করা এবং সম্মান শ্রদ্ধার দিনটি হল গুরু পূর্ণিমা।
রথ যাত্রার পরবর্তী সময়ে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা নামক উৎসবটি। মনে করা হয় গুরুকে আরাধনা জন্য ডাকার জন্য এবং স্মরণ করার জন্য দিনটি হল এই গুরু পূর্ণিমা। যদিও সব সময় গুরুকে সবাই মনে করা, স্মরণ করা, সকল শিষ্যদের উচিত । মনে করা হয় এই গুরু পূর্ণিমা কে ব্যাস পূর্ণিমা বলে কারণ এদিন অনেকে বেদব্যাসের জন্ম তিথি হিসেবে মেনে থাকে। এই মহান ঋষি বেদব্যাস বেদকে চারভাগে ভাগ করেছিলেন।
"গুরু" এই শব্দটির মধ্যে 'গু' শব্দের অর্থ হলো অজ্ঞতা বা অন্ধকার এবং 'রু' শব্দের অর্থ হলো আলো অর্থাৎ এক কথায় বলা যায় গুরু হলেন যিনি অন্ধকার বা অজ্ঞতার জগৎ থেকে আলোর পথে যিনি নিয়ে যান। গুরু হলেন পরম জ্ঞানধারী এক মহাপুরুষ বলা যায় আমাদের সবার উপরে গুরুর স্থান।
আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তার সমাধান থাকে গুরুর কাছে। মনে করা হয় এই গুরু পূর্ণিমার দিন গীতা পাঠ করা এবং শোনা, দীক্ষা নেওয়া শিব পূজা করা এবং পুরোহিতকে যথাসম্ভব কিছু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
Comments
Post a Comment