ব্যাঙ্কে ব্যাঙ্কে ডেপুটেশন দিলো বাংলাপক্ষ


 



উত্তরপাড়া : 

RBI এর নির্দেশ অনুসারে বাংলাতে ব্যাংকগুলো বাংলা ভাষায় পরিষেবা দিতে বাধ্য। কিন্তু বাংলার কোন ব্যাংকে বাংলা ভাষায় পরিষেবা দেয় না। ব্যাংকের বিভিন্ন ফর্ম বাংলায় হয় না, এমন কি বহিরাগত কর্মীরা বাঙালিকে তাঁদের মাতৃভাষায় পরিষেবা দেয় না। বাংলা ভাষায় পরিষেবা চাইলে বহিরাগত কর্মীরা বাঙালি গ্রাহককে হেনস্থাও করে। 


পরিষেবা পাওয়ার জন্য বাঙালিকে হিন্দি শিখতে হবে আর যারা পরিষেবা দিয়ে টাকা কামাবে তাঁরা আমাদের মাতৃভাষা জানবে না এটা মানা যায় না। ব্যাংকগুলো বাংলায় পরিষেবা দিলে বাঙালি চাকরি হবে কিন্তু বাঙালি যদি হিন্দিতে পরিষেবা মেনে নেয় তবে বহিরাগতদের চাকরি হবে। এটাই বাস্তব কারণ ব্যাংকগুলোতে বাংলা ব্যবহার কমার সাথে সাথে বাংলার ভূমিপুত্রদের চাকরি কমেছে। বহিরাগতদের কাজের দায়িত্ব আমাদের নয় আমরা আমাদের ভূমিপুত্রদের কাজ চাই।


বাংলা ভাষায় পরিষেবার দাবিতে উত্তরপাড়া বিধানসভায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই দুটি ব্যাঙ্কের মাখলা শাখায় স্বারকলিপি দিল বাংলাপক্ষ হুগলী জেলার সহযোদ্ধারা।




বাংলাপক্ষ হুগলী জেলার সদস্য অমিত বসু জানালেন ব্যাংক আধিকারিককে RBI এর নির্দেশ দেখানোর পরে উনি জানিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে উনি এই স্বারকলিপি পাঠিয়ে দেবেন।




বাংলাপক্ষ বিগত তিন বছরে  বাংলার প্রায় হাজারের উপরে ব্যাংকে বাংলা ভাষায় পরিষেবার দাবিতে স্বারকলিপি দিয়েছে এবং বাংলাতে বাংলাভাষায় পরিষেবার জন্য জনস্বার্থ মামলাও করছে কলকাতা হাইকোর্টে। বাংলাপক্ষের সদস্যরা জানালেন বাংলা ভাষায় পরিষেবার দাবিতে সারা বাংলা জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তলা হবে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*