হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলা পক্ষের বিক্ষোভ, পথসভা উত্তরপাড়ার মাখলাতে
**বিজেপি শাসিত কেন্দ্র সরকারের হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলা পক্ষ হুগলী জেলার প্রতিবাদ, বিক্ষোভ, পথসভা উত্তরপাড়ার মাখলাতে **
হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির দ্বারা কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা, শিক্ষাদান, তথ্য আদান-প্রদান ইত্যাদি সমস্ত ক্ষেত্রে ইংরেজি সরিয়ে হিন্দি বাধ্যতামূলক করা, হিন্দি না জানার কারণে ভারতীয় নাগরিককে শাস্তি দেওয়া, অহিন্দি জাতির অর্থ ও সম্পদ লুঠ করে সেই টাকায় ভারতে এবং ভারতের বাইরে রাষ্ট্রপুঞ্জে হিন্দি চাপানোর মাধ্যমে বাঙালী এবং সকল অহিন্দি জাতির বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে স্থায়ীভাবে হিন্দি সাম্রাজ্যবাদের দাস বানানোর চক্রান্তের বিরুদ্ধে ভারতের বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষর হুগলী জেলা সংগঠনিক শাখা ২০শে অক্টোবর, ২০২২ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি করল উত্তরপাড়ার মাখলা। পথসভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষর হুগলীজেলার উত্তরপাড়ার সহযোদ্ধারা ।
ভারতের প্রতিটি বাঙালির মৌলিক অধিকার রক্ষা করতে বাংলা পক্ষ হুগলী জেলার উত্তরপাড়ায় এই বিক্ষোভ কর্মসূচি । এই পথসভায় হিন্দি সাম্রাজ্যবাদকে ধিক্কার জানানো প্ল্যাকার্ড যেমন ছিল, তেমনই ছিল বাঙালি জাতির অভিভাবক চিত্তরঞ্জন দাশ, বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র, তামিল সহ সকল অহিন্দি জাতির নায়ক তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্নাদুরাই, মহান কন্নড় জাতীয়তাবাদী কবি কুভেম্পুর অমর উক্তি সম্বলিত প্ল্যাকার্ডও।
গত ১২ অক্টোবর কলকাতায় বাংলাপক্ষ হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করে তারপর থেকে বাংলার প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি, মিছিল ও পথসভা করে চলেছে।
বাংলা পক্ষ হুগলী জেলার সহযোদ্ধা জয়শ্রী ঘোষ জানালেন - কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা বাঙালি তার মাতৃভাষা "বাংলা" তে দিতে পারে না, ইংলিশ শিখে সেই ভাষায় দিতে হত, আর এখন যেহেতু শুধু হিন্দিতেই পরীক্ষা হবে বলে কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছে তাই বাঙালির চাকরির সুযোগ প্রায় বন্ধ হয়ে গেল। বাঙালি সহ সমস্ত অহিন্দি জাতির প্রতি কেন্দ্রের এই বিমাতৃ সুলভ আচরণের প্রতিবাদে বাংলাপক্ষের এই আন্দোলন।
বাংলা পক্ষের সদস্যরা জানালেন- বাংলা পক্ষ কেন্দ্র সরকারের কাছে দাবি করছে চাকরি, শিক্ষা সহ যে সমস্ত ক্ষেত্রে হিন্দিকে বাধ্যতামূলক করার প্রস্তাব সংসদীয় কমিটি দিয়েছে তা প্রত্যাহার করতে হবে। ভারত ভাষার ভিত্তিতে তৈরী নয়, এখানে সব ভাষার সমান অধিকার তাই হিন্দি ভাষার ক্ষেত্রে যা যা সুবিধা কেন্দ্র দেয় বাংলা ভাষায় সেই সেই সুবিধা দিতে হবে। বাংলা পক্ষ এই দাবি বাস্তবায়ন করতে সারা বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
Comments
Post a Comment