Posts

Showing posts from December, 2022

পানিহাটি উৎসবের পুষ্প প্রদর্শনী উদ্বোধন হল আজ

Image
পানিহাটি উৎসবের পুষ্প প্রদর্শনী উদ্বোধন হল আজ। নিজস্ব প্রতিবেদন : অষ্টম বর্ষ পানিহাটি উৎসব যা শুরু হয়েছিল ২০ শে ডিসেম্বর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই পানিহাটি উৎসবের আজ সন্ধ্যায় পুষ্প প্রদর্শনী এবং পাখির মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায় উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং বরানগর পৌরসভার উপ-পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, পানিহাটি পৌরসভার পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ ও সোমনাথ দে এবং উপস্থিত ছিলেন মাধব নন্দী পুষ্প প্রদর্শনী উদ্বোধনের পরে পুষ্প প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং তার পরে পাখির মেলা ঘুরে দেখেন নির্মল ঘোষ, তাপস রায় , সোমনাথ দে , দিলীপ নারায়ণ বসু , তীর্থঙ্কর ঘোষ এবং মাধব নন্দী ।। #khobordinbhor  #Panihatiutsav #Panihatiutsav&boimela #Panihati

বড় দিনের বড় উৎসবে মাতলো জাগরণ

Image
*বড় দিনের বড় উৎসবে মাতলো জাগরণ* সৌরভ আদক, সিঙ্গুর, হুগলী : যীশুর জন্মদিনে যখন সারাবিশ্ব উৎসবে মুখর, তখন দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো টিম জাগরণ। সিঙ্গুরের জাগরণ স্বেচ্ছাসেবি সংস্থা এদিন বড়দিনে কেক কেটে ৮৫ জন শিশু কিশোরের সাথে বড়দিনের আনন্দ ভাগ করো নিলো। সংস্থার কর্ণধার সৌম্যদ্বীপ পাকিরা এক বিবৃতিতে খবর দিনভোর কে জানান, বড়দিন সবার উৎসব,  সকলের সমান অধিকার, ওরাও উৎসব থেকে বাদ থাকে কেন,  ওদের সাথেই আমরা বড়দিনের কেক ভাগ করে নিলাম, আজ ওরাও আনন্দ করুক। কচিকাঁচা শিশু কিশোরীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ধরা পড়লো খবর দিনভোর এর ক্যামেরায়।

াত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস বঙ্গেতে

Image
  জলপাইগুড়ি, ২৪শে ডিসেম্বর:- কলকাতা থেকে নিউ জলপাইগুড়িকে যোগ করবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটেই চলবে দেশের সর্বোচ্চ গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। রেলের সুত্র মারফত পাওয়া একটি খবরে জানা গেছে আগামী ৩০ ডিসেম্বর থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ট্রেনটির। সম্ভবত ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটির উদ্বোধন করতে পারেন। রেলওয়ে দপ্তরের এক নোটিশ মারফত ডিআরএম কাটিহার ডিভিশন ও রেলওয়ে সেফটি সিকিউরিটি ম্যানেজমেন্ট কে নতুন ট্রেন চালানোর জন্য যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলো মিটার। ২০১৯ সাল থেকে ভারতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতজুড়ে বিভিন্ন রুটে বর্তমানে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এই ট্রেনটি বর্তমানে সব রুটেই চলছে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার বেগে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে কলকাতা ও উত্তরবঙ্গের পৌঁছতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘণ্টা।  প্রসঙ্গত উল্লেখ্য গত দু'বছর আগে করোনা আবহে ট্রেন বন্ধ থাকার সময় এই রুটের ডবল লাইনের কাজ সম্পন্ন হয়। দীর্ঘদিন ট

দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হিন্দমোটর মোটর কারখানার শ্রমিকরা

Image
প্রায় দীর্ঘ ৮ বছর ধরে সাসপেনশন অফ ওয়ার্কস হিন্দমোটরের হিন্দুস্থান মোটর কারখানা, যে কারখানার অব্যবহৃত ৩৯৫ একর জমি অধিগ্রহণ করতে চলেছে রাজ্যের ভূমি দপ্তর, পরবর্তীতে আপাতত স্থগিত, দুশ্চিন্তায় হিন্দমোটরের শ্রমিকেরা, প্রশাসনের দ্বারস্থ শ্রমিকেরা। আগামী দিনে তাদের ভবিষ্যত কি হতে চলেছে,সরকার তাদের নিয়ে কি ভাবছে?বকেয়া টাকা আদেও তারা পাবেন কিনা? এইসব নানান প্রশ্ন নিয়ে গতকাল হিন্দ মোটরের শ্রমিকরা শ্রীরামপুরে মহকুমা শাসকের অফিসে যান এবং শ্রম কমিশনে দেখা করেন।যদিও আগামী বৃহস্পতিবার মহকুমা শাসকের সঙ্গে বৈঠকের কথা আছে। যদিও এই নিয়ে স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ রায় জানান সরকারের এই শ্রমিকদের জন্য কি বিকল্প ভাবছেন সেই কথা জানতেই তাদের নিয়ে প্রশাসনের দ্বারস্থ তারা। (বক্তার বক্তব্য নিজস্ব কর্তৃপক্ষ এর দায় নেবে না) সম্প্রতি জেলা শাসক ও ভূমি দপ্তরের আধিকারীকরা যাবেন হিন্দমোটরে তাই প্রস্তুত ছিল পুলিশও।হঠাৎই জেলা প্রশাসন সেই কর্মসূচী বাতিল করে।জেলা শাসক পি দীপাপ প্রিয়া জানিয়েছিলেন স্থানীয় কিছু সমস্যা আছে তাই আজকে ফিজিক্যালি পজিশান নেওয়া বাতিল করা হয়েছে।পরে আলোচনা করে দিন ঠিক করা হবে। জেলা শ্রশাসন সূত

বাংলার আকাশে রহস্য রশ্মি

Image
  বাংলার আকাশে দেখা গেলো এক রহস্যজনক আলো, রাজ্যের বেশিরভাগ জায়গাতেই দেখা যায় এই আলো, বিজ্ঞানীদের আবিষ্কৃত  সন্ধ্যার আকাশে দেখা গেল এক অদ্ভুত আলো।  যাকে ঘিরে রহস্য দানা বাধল রাজ্যের বেশিরভাগ জায়গায়। প্রায় মিনিট খানেক ধরে স্থায়ী থাকা সার্চ লাইটের মতো এই আলো দেখা যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা বেজে ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে আকাশের পূর্ব দিকে দেখা গিয়েছে ওই আলো। কলকাতার পাশাপাশি এই আলো দেখা যায় বিভিন্ন জায়গা থেকে। নির্দিষ্ট গতিপথ ধরে ছুটতে থাকা সার্চলাইটের মতো এই আলো দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। ঠিক সেই সময় জানা যায়, ওড়িশা থেকে অগ্নি৫ মিসাইলের সফল উত্‍ক্ষেপণ করেছে ডিআরডিও। যার জেরে অনেক আগে থেকে এই অঞ্চলকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়।

পথ দূর্ঘটনার কবলে বাস, নিহত ১

Image
  পথ দূর্ঘটনার কবলে বাস, নিহত ১ খবর দিনভোর নিউজ ডেস্ক, ইলিপুর, হরিপাল, হুগলি:  বুধবার ভোরে হুগলির হরিপাল বিধানসভার অন্তর্গত ইলিপুরে পুরুলিয়ার অযোধ্যা থেকে পিকনিক করে রায়দীঘি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস।বাসে আনুমানিক ৭২জন যাত্রী ছিল।  স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এক জন মহিলা মারা গেছেন। মৃতার নাম তাপসী হালদার, বয়স ৩৬ বলে জানা গেছে। হরিপাল হাসপালে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আহত ও নিহতদের পরিবারের সাথে কথা বললেন।

বাংলা পক্ষের ডাকে শ্রীরামপুরে বিরাট মিছিল ও বিক্ষোভ সমাবেশ

Image
  **দখল হয়ে যাওয়া হুগলী শিল্পাঞ্চলের মাটি পুনরুদ্ধারের ডাক দিয়ে শ্রীরামপুরে মিছিল বাংলা পক্ষ এর বাংলা পক্ষ হুগলী জেলার ডাকে শ্রীরামপুরে এক ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হলো রবিবার ১২ ডিসেম্বর। এদিন শ্রীরামপুরে বান্ধবসমিতির মোড় থেকে RMS ময়দান হয়ে বটতলা, জিটি রোড হয়ে মাহেশে এসে এই মিছিল শেষ হয়। হুগলী নদীর পাড়ের দখল হয়ে যাওয়া শিল্পাঞ্চলের শয়ে শয়ে সহযোদ্ধা মিছিলে যোগ দেয়, স্থানীয় বাঙালি হাজারে হাজারে স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলের সমর্থনে এগিয়ে আসে। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়, শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি, অরিন্দম বিশ্বাস, মনন মণ্ডল, কালাচাঁদ চট্টোপাধ‍্যায়। হুগলী জেলার সম্পাদক দর্পণ ঘোষ ছাড়াও কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চ‍্যাটার্জী, উত্তর ২৪ পরগণা (শিল্পাঞ্চল) এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ ও উত্তর ২৪ পরগণা (শহরাঞ্চল) এর সম্পাদক পিন্টু রায়।  মিছিলের শেষে আয়োজিত সভায় বক্তব‍্য রাখতে গিয়ে গর্গ চট্টোপাধ‍্যায় বলেন "দখল হয়ে যাওয়া হুগলী নদীর দুই পাড় পুনরুদ্ধার করতে হবে। ডানকুনির লজিস্টিক হাব সহ হুগলী শিল্পাঞ্চলে যে কাজের সুযোগ তৈরী হচ্ছে, সেখানে বাঙালির কাজ চাই। বাংলা প

চুঁচুড়ায় দুঃসাহসিক ডাকাতি

Image
  নিজস্ব প্রতিনিধি :  গত ৬ ডিসেম্বর রাত্রে হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ার সায়রামোড় অঞ্চলে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো। ডাকাতি করা এই মোবাইল দোকান থেকে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মোবাইল ডাকাতি হয়। এই ঘটনার পর দোকানের কর্মচারী সকালবেলায় দোকান খুলে বিষয়টি প্রত্যক্ষ করলে মালিক কে খবর দেন। এই ঘটনা চুঁচুড়া থানার পুলিশের কাছে এলে পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং চুঁচুড়া থানার পক্ষ থেকে ডাকাতি হওয়ার এই ঘটনাটি তদন্ত শুরু হয়।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক

Image
  পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক নিজস্ব প্রতিনিধি, রিষড়া, হুগলী : বাংলার মানুষের নজরে এবার পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। একেকটি ইসু কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক বৈঠক হয় রিষড়ার লক্ষীপল্লীর আশীর্বাদ ভবনে। যেখানে আগামী অর্থাৎ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই হয় একটি সংগঠনিক বৈঠক। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র উপ পৌরপ্রধান জায়েদ হাসান খান, রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ সাউ, সমুদ্ধ দত্ত, রুনা খাতুন, শিল্পী চ্যাটার্জী সহ রিষড়া পৌরসভার সকল পৌর সদস্যরা এবং রাজ্যস্তরের অন্যান্য নেত্রীবৃন্দরা।