বাংলার আকাশে রহস্য রশ্মি

 



বাংলার আকাশে দেখা গেলো এক রহস্যজনক আলো, রাজ্যের বেশিরভাগ জায়গাতেই দেখা যায় এই আলো, বিজ্ঞানীদের আবিষ্কৃত  সন্ধ্যার আকাশে দেখা গেল এক অদ্ভুত আলো।

 যাকে ঘিরে রহস্য দানা বাধল রাজ্যের বেশিরভাগ জায়গায়। প্রায় মিনিট খানেক ধরে স্থায়ী থাকা সার্চ লাইটের মতো এই আলো দেখা যায়।




জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা বেজে ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে আকাশের পূর্ব দিকে দেখা গিয়েছে ওই আলো। কলকাতার পাশাপাশি এই আলো দেখা যায় বিভিন্ন জায়গা থেকে। নির্দিষ্ট গতিপথ ধরে ছুটতে থাকা সার্চলাইটের মতো এই আলো দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। ঠিক সেই সময় জানা যায়, ওড়িশা থেকে অগ্নি৫ মিসাইলের সফল উত্‍ক্ষেপণ করেছে ডিআরডিও। যার জেরে অনেক আগে থেকে এই অঞ্চলকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়।




Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*