Posts

Showing posts from January, 2023

নেতাজী ঝড় উঠুক মানুষের হৃদয়ে

Image
  ২৩ জানুয়ারী বীর সংগ্রামী আপসহীন বিশ্বের বিস্ময় নেতাজী সুভাষচন্দ্র বসুর পূণ্য জন্মদিবসে বিশ্ব বন্ধু সোসাইটির উদ্দ্যোগে হুগলি জেলার শেওড়াফুলিতে বর্ণাঢ়্য শোভাযাত্রা থেকে বিকৃত ইতিহাস সংশোধিত হয়ে প্রথম প্রধানমন্ত্রী ঘোষনার দাবি সহ নেতাজী সুভাষচন্দ্র বসুর অর্থনৈতিক দর্শন এর "নেতাজী ঝড়" তোলার আহ্বান জানানো হয়।শোভাযাত্রা শেষ হওয়ার পর সেমিনারে মূল আকর্ষণ ছিল  ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার সুজয় মন্ডল,হরিদ্রারের ভোলাগিরি আশ্রমের মহারাজ স্মৃতিঘনা নন্দ ,বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান ও পুরসদস্য প্রবীরপাল,প্যারা অলিম্পিকে সোনাজয়ী প্রতিবন্ধী শান্তনু অধিকারীগন  স্কুলছাত্রছাত্রীদের ও অভিভাবকদের সামনে নেতাজীর অর্থনৈতিক দর্শনে  মানুষের মতন মানুষ হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। সোসাইটির কর্ণধর।ডা:সঞ্জয় সেন নেতাজীর স্বপ্ন সমাজ বন্ধু ব্যাঙ্কে খাতা বই তুলে দেওয়া এবং নেতাজী সুভাষচন্দ্র বসু কে প্রকৃত সম্মান দিতে নেতাজীঝড় তোলার আহ্বান জানান সকলের কাছে। পরিশেষে ছাত্র ছাত্রীদের নৃত্য,গান, তাৎক্ষনিক মেরিট টেষ্ট প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানে সকলে মুগ্ধ হয়। সমাজ বন্ধু ব্যাঙ্কে

জগন্নাথ মন্দির চত্বরে পুজো দিলেন শক্তি প্রতাপ সিং

Image
  প্রতিবেদক সুফল চন্দ :  রবিবার শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দিলেন TMYC state general secretary শক্তি প্রতাপ সিং। মহেশ জগন্নাথ মন্দিরে ইতিহাস এতটাই বিস্তর যে বিভিন্ন ব্যক্তিত্বরা এই মন্দিরে এসে পুজো দেন। রবিবার ঠিক এরকম একটা ছবি ধরা পরল এদিন শক্তি প্রতাপ সিং পুজো দিলেন।  শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরে এসেতিনি জানান পৌষ মাসে প্রতিটি ঠাকুরকে পূজা করা হয় এবং জগন্নাথ দেবের প্রথম ভোগ তিনি নিতে এসেছেন। এবং তার সাথে সাথে আশীর্বাদ নিতে এসেছেন এ প্রতিটি মানুষ ভালো থাকে।  কোন রাজনৈতিক বক্তব্য বা কথা না বললেও "দিদি সুরক্ষা কবজ নিয়ে"  বলার সময় বলেছেন এই সুরক্ষা কবজ কর্মসূচি সাধারণ মানুষেরা যাতে লাভ পায় তাই করা হচ্ছে এবং এই কথাও বলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংসদ অভিষেক ব্যানার্জি সারা বছর সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে।

বিজেপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো সিঙ্গুরের নসিবপুর

Image
  হুগলীর সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুর গ্রাম পঞ্চায়েত কমিটির পরিচালনায় একটি পঞ্চায়েত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো দিয়াড়া দেশাপাড়া'র  ভবানীভবন লজে'র দ্বিতলে। রবিবার কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চায়েতে হুগলী পঞ্চায়েত নির্বাচন প্রভারি মাননীয় প্রতাপ ব্যানার্জি মহাশয়, জেলার দুই যুগ্ম ইনচার্জ শ্যামল বসু ও মানস ভট্টাচার্য মহাশয়, কৃষ্ণেন্দু দে সরকার সিঙ্গুর বিধানসভা ইনচার্জ মহাশয়, সিঙ্গুর বিধানসভার কনভেনার সুকান্ত বর্মন মহাশয়, এই  ZP 6 মন্ডলের সভাপতি প্রদীপ দাস মহাশয়, সাধারণ সম্পাদক বাপন কোলে ও দেবতোষ সমাদ্দার ,পঞ্চায়েত কনভেনার নিমাই মান্না, কো-কনভেনার কার্তিক মালিক   শক্তি কেন্দ্রের প্রমুখ, বুথ সভাপতি এবং সর্বোপরি এই অঞ্চলের সকল কার্যকর্তাদের নিয়ে কর্মী সম্মেলন সম্পন্ন হলো। কর্মী সম্মেলনে পঞ্চায়েত ভোট পরিচালনার বিষয়ে আলোচনা হলো কর্মী সমর্থকদের সাথে।

টাকার অভাবে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যেতে বাধ্য হল ছেলে

Image
  খবর দিনভোর নিউজ ডেস্ক, জলপাইগুড়ি  :  সম্প্রতি জলপাইগুড়িতে ঘটে যাওয়া একটি ঘটনায় নিন্দার ঝড় বয়ে গেছে আম জনতা এবং রাজনৈতিক মহলের মধ্যে। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ থেকে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার মতন একটি কাতর দৃশ্যের সাক্ষী হল জলপাইগুড়ি জেলার বাসিন্দা।  মৃতার ছেলের দাবি, ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স তাঁদের থেকে ৩০০০ টাকা দাবি করে। অথচ অ্যাম্বুলেন্সের ভাড়া ১২০০ টাকা। দারিদ্রতার কারনে সেই টাকা দিতে ব্যর্থ হন তাঁরা।অ্যাম্বুলেন্সের মালিকের কাছে ১২০০ টাকা নেওয়ার অনুরোধ করলেও সে পরিষেবা দিতে নাকচ করে দেয়। সেই কারনে প্রায় এক কিলোমিটার অবধি কাঁধে করেই মায়ের মৃতদেহ নিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি।  ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, প্রত্যেকটি হাসপাতালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারাই অ্যাম্বুলেন্স প্রদান করে থাকে। সেক্ষেত্রে ভাড়া সরকার থেকে নির্ধারণ করা হয়না। কিন্তু যদি সরকারের কাছে এই বিষয়ে কোন অভিযোগ জমা পড়ে তাহলে তাঁরা সেটা নিয়ে খতিয়ে দেখেন। জলপাইগুড়ির ঘটনাটির বিষয়ে জানার পরেই তিনি বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন। খোঁজ নিয়ে জানতে পারেন ওই অ্যাম্বুলেন্স কর্তৃপক্

প্রতিষ্ঠা দিবসে মানবসেবায় ব্রত হলেন হাসিবুল

Image
  বছরের শুরুতে সকলে নিজ নিজ আনন্দে ব‍্যস্ত। এরই মাঝে হাসিবুল রহমান ( শাকিল) ২৬ বছর টি এম সি র প্রতিষ্ঠার দিনে সমাজ সেবার কাজে নিযুক্ত হয়েছেন। প্রতি বছরই তিনি এই ভাবেই এই দিনটি পালন করেন।  আজ হুগলীর বাঁশবেড়িয়া ৩নং গুমটির কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  পৌরসভার চেয়ার ম‍্যান আদিত‍্য নিয়োগী, সাস্থ অধিকর্তা সান্তনু ব‍্যানার্জী, বিকাশ রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসিবুল রহমান।( শাকিল)। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়াও দুস্থদের মধ‍্যে কেক, ফল, ও বিরিয়ানি বিতরণ করা হয়।