নেতাজী ঝড় উঠুক মানুষের হৃদয়ে

 



২৩ জানুয়ারী বীর সংগ্রামী আপসহীন বিশ্বের বিস্ময় নেতাজী সুভাষচন্দ্র বসুর পূণ্য জন্মদিবসে বিশ্ব বন্ধু সোসাইটির উদ্দ্যোগে হুগলি জেলার শেওড়াফুলিতে বর্ণাঢ়্য শোভাযাত্রা থেকে বিকৃত ইতিহাস সংশোধিত হয়ে প্রথম প্রধানমন্ত্রী ঘোষনার দাবি সহ নেতাজী সুভাষচন্দ্র বসুর অর্থনৈতিক দর্শন এর "নেতাজী ঝড়" তোলার আহ্বান জানানো হয়।শোভাযাত্রা শেষ হওয়ার পর সেমিনারে মূল আকর্ষণ ছিল  ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার সুজয় মন্ডল,হরিদ্রারের ভোলাগিরি আশ্রমের মহারাজ স্মৃতিঘনা নন্দ ,বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান ও পুরসদস্য প্রবীরপাল,প্যারা অলিম্পিকে সোনাজয়ী প্রতিবন্ধী শান্তনু অধিকারীগন  স্কুলছাত্রছাত্রীদের ও অভিভাবকদের সামনে নেতাজীর অর্থনৈতিক দর্শনে  মানুষের মতন মানুষ হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। সোসাইটির কর্ণধর।ডা:সঞ্জয় সেন নেতাজীর স্বপ্ন সমাজ বন্ধু ব্যাঙ্কে খাতা বই তুলে দেওয়া এবং নেতাজী সুভাষচন্দ্র বসু কে প্রকৃত সম্মান দিতে নেতাজীঝড় তোলার আহ্বান জানান সকলের কাছে।


পরিশেষে ছাত্র ছাত্রীদের নৃত্য,গান, তাৎক্ষনিক মেরিট টেষ্ট প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানে সকলে মুগ্ধ হয়।


সমাজ বন্ধু ব্যাঙ্কে পেয়ারাপুর থেকে কার্তিক দাস বেশকিছু ব ই,খাতা তুলে দেয় বিশ্ব বন্ধু সোসাইটির হাতে।


এই দিনে বিশ্ব বন্ধু সোসাইটির আসাম শাখার উদ্যোগে ডা সুজিত দেবনাথের ব্যবস্থাপনায় সমাজ বন্ধু ব্যাঙ্ক এর ঊদ্বোধন হয় এবং ন নেতাজী ঝড় তোলার জন্য আহ্বান জানানো হয়।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*