টাকার অভাবে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যেতে বাধ্য হল ছেলে
খবর দিনভোর নিউজ ডেস্ক, জলপাইগুড়ি :
সম্প্রতি জলপাইগুড়িতে ঘটে যাওয়া একটি ঘটনায় নিন্দার ঝড় বয়ে গেছে আম জনতা এবং রাজনৈতিক মহলের মধ্যে। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ থেকে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার মতন একটি কাতর দৃশ্যের সাক্ষী হল জলপাইগুড়ি জেলার বাসিন্দা।
মৃতার ছেলের দাবি, ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স তাঁদের থেকে ৩০০০ টাকা দাবি করে। অথচ অ্যাম্বুলেন্সের ভাড়া ১২০০ টাকা। দারিদ্রতার কারনে সেই টাকা দিতে ব্যর্থ হন তাঁরা।অ্যাম্বুলেন্সের মালিকের কাছে ১২০০ টাকা নেওয়ার অনুরোধ করলেও সে পরিষেবা দিতে নাকচ করে দেয়। সেই কারনে প্রায় এক কিলোমিটার অবধি কাঁধে করেই মায়ের মৃতদেহ নিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি।
ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, প্রত্যেকটি হাসপাতালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারাই অ্যাম্বুলেন্স প্রদান করে থাকে। সেক্ষেত্রে ভাড়া সরকার থেকে নির্ধারণ করা হয়না। কিন্তু যদি সরকারের কাছে এই বিষয়ে কোন অভিযোগ জমা পড়ে তাহলে তাঁরা সেটা নিয়ে খতিয়ে দেখেন। জলপাইগুড়ির ঘটনাটির বিষয়ে জানার পরেই তিনি বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন। খোঁজ নিয়ে জানতে পারেন ওই অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ থেকে অতিরিক্ত টাকা দাবী করার পর মৃতার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোন যোগাযোগ না করেই মৃতদেহ নিয়ে বেড়িয়ে পড়েন। এরপর এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে মৃতার দেহটি বাড়িতে পৌঁছে দেয়।
এক্ষেত্রে পরিবহন মন্ত্রী অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগটির দিকে মনোনিবেশ না করে মৃতার পরিবারের ওয়াকিবহালটার দিকেই ইঙ্গিত করেছেন। পুরো বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।একদিকে সরকার নিজের দোষ ঢাকা দিতে ব্যস্ত অপরদিকে সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণে ভুক্তভুগি হচ্ছেন দুস্থ পরিবারের সদস্যরা
Comments
Post a Comment