শিক্ষক দিবসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা
খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,বীরভূমঃ- আজ ৫ ই সেপ্টেম্বর সারা ভারত জুড়ে মহাসমারোহে স্কুল, কলেজে পালিত হয় শিক্ষক দিবস। ১৯৬২ সাল থেকে প্রতি বছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বর দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ সালে তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তাই তাঁর জন্মদিন উপলক্ষে ভারতবর্ষ জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরসভাকক্ষে পালিত হল শিক্ষক দিবস।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পান্ডে, উপ পৌরপতি মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিষ পাত্র, বীরভূম জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে, বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সনাতন পাল, সুভাষ মেটে, সাগর কুণ্ডু, অর্জুন চৌধুরী, বনমালী ঘোষ, বুল্টি চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলর, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, শিক্ষক শিক্ষিকা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী পড়ুয়ারা। এদিন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিগণ। দুবরাজপুর শহরের বিদ্যালয়গুলিতে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ১২০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে।
তাদের হাতে একটি করে রৌপ্য পদক ও মানপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। তাছাড়াও ৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে প্রতিবছরই শিক্ষক দিবস পালন করা হয়। দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে জানান, আমরা ২০০৩ সাল থেকে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে আসছি। তাই প্রতিবছরের মতো এ বছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
Comments
Post a Comment