মহাসপ্তমীর রাতে উত্তরপাড়ায় বাইকের তাণ্ডব

নিউজ ডেস্ক, উত্তরপাড়া, হুগলী : মহাসপ্তমীর রাতে হুগলির উত্তরপাড়াতে বেপরোয়া বাইক দৌরাত্ম।
মুখোমুখি বাইক দুর্ঘটনা,গুরুতর আহত 2,হাসপাতালে মদ্যপদের হামলা, হুমকি সংবাদ মাধ্যমকে,রাতেই পুলিশের অভিযান আটক 4,হাসপাতাল চত্বরে ব্যাপক ধরপাকড়।

রাত বাড়লেই কলকাতায় বেপরোয়া হয়ে ওঠে বাইক,এবার শহরতলিতেও বেপরোয়া বাইক দৌরাত্ম।উৎসবের মরসুমে গতকাল রাতে স্থানীয় দের অভিযোগ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়,এরপর তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপরেই হাসপাতাল কর্মীদের ওপর কিছু মদ্যপ যুবক হামলা করে ,হুমকি দেয়,এমনকি সংবাদ মাধ্যম কেউ গালিগালাজ করে ছবি তুলতে বাধা দেয়।এরপর হাসপাতাল কর্মীরাই উত্তরপাড়া থানায় ফোন করে,কিছুক্ষনের মধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ হাসপাতাল চত্বরে ব্যাপক ধরপাকড় করে এবং সেই সময় হাসপাতাল চত্বররেই অনেকেই মদ্যপান করছিল,পুলিশ ৩ জনকে  আটক করে থানায় নিয়ে যায়।
এরপর রাতে জি টি রোডে পুলিশ অভিযান চালায়,যদিও এলাকার বিশিষ্ট চিকিৎসক কৌশিক মুন্সী জানান রাতের শহরে বেপরোয়া বাইক এর দৌরাত্ম অবিলম্বে বন্ধ করতে হবে,পুলিশের অভিযান চালিয়ে এই সমস্ত বাইক চালক দের গ্রেফতার করা প্রয়োজন।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম