পশ্চিমবঙ্গও কি ধীরে ধীরে বাংলাদেশের দিকেই এগোচ্ছে, ভিডিও পোস্ট করে কি বার্তা দিলেন দিলীপ
নিউজ ডেস্ক : বাংলাদেশের ঘটনার সঙ্গে বাংলার ঘটনা এক করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বিজেপি নেতা নেত্রীদের মধ্যে। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়ে ছিলেন, রাজ্যে একাধিক জায়গায় মা দুর্গার বিসর্জনের সময় কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটছে।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দাবি করছেন শুধু বাংলাদেশ নয় বাংলাতেও দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে। তিনি ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন এবং তার সাথে একটি ভিডিও শেয়ার করেছেন। দিলীপ ঘোষ দেখেছেন যারা বাংলাদেশে দুর্গাপূজার উপর হামলা নিয়ে খুব চিন্তিত তারা কি জানেন যে খোদ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি দুর্গা প্রতিমা কিছু দুষ্কৃতী এসে ভেঙে দিয়েছে।
ঘটনা ধামাচাপা দিতে রাজ্যের পুলিশ এবং আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। তবে কি পশ্চিমবঙ্গে এবার বাংলাদেশের দিকে এগোচ্ছে? এই ভাবেই রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। বাংলাদেশ দুর্গা পূজাকে কেন্দ্র করে অশান্তির দেশ এখনো কাটেনি এসবের মধ্যে বাংলা দুর্গা পূজাকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে বলে দাবি করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ হয়ে যাবে বলে তারা দাবি জানাচ্ছেন। দিলীপ ঘোষ তাঁর পোষ্টের মাধ্যমে বোঝাতে চাইলেন বাংলাদেশের মৌলবাদ বাংলার মাটিতেও রয়েছে। অনেকেই কমেন্ট করেছেন তার এই পোস্টটিতে। সত্যি যদি হয় সঠিক তদন্ত করে দোষীদের ব্যবস্থা নিতে হবে ।সে যে ধর্মেরই হোক না কেন। আবার একজন লিখেছেন দাদা আর বেশি দেরি নেই পশ্চিমবাংলা র একই অবস্থা হবে।
Comments
Post a Comment