কয়লা পাচার কান্ডে গ্রেপ্তারী পরোয়ানা জারি বিনয় মিশ্রের বিরুদ্ধে


কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে জারী করা হল গ্রেপ্তারি পরোয়ানা। এদিন পাতিয়ালা হাউস কোর্টের তরফ থেকে বিনয় মিশ্রের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারী করা হয়েছে।

একেবারে জামিন অযোগ্য ধারায় এই ওয়ারেন্ট জারী করেছে হাউস কোর্ট। তবে এখনও পর্যন্ত কোন রকমের খোঁজ পাওয়া যাচ্ছে না বিনয় মিশ্রের।

আর সেই কারণের ইডি এর করা এই আবেদনের ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিনয় মিশ্রের বিরুদ্ধে।

আপনিও কি গান করেন, অথচ কোনো প্লাটফর্ম পাচ্ছেন না, দেরী না করে আজই আমাদের মিডিয়ায় যোগাযোগ করুন 👉 7003275644

আসন্ন শ্যামা পূজা পরিক্রমা ২০২১ এর শ্যামা সম্মানে অংশগ্রহণ করতে নিজেদের ক্লাবকে নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন  703275644 নাম্বারে। 


Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম