সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন বাবুল সুপ্রিয়
এর পর সোমবারই বাবুল টুইট করে জানান, মঙ্গলবার স্পিকার তাঁকে সময় দিয়েছেন।
আগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ ছেড়েছেন বাবুল। তারপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এর পরে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য স্পিকারের কাছে একাধিক বার আবেদন জানান। কিন্তু নানা কারণে সেই সাক্ষাত্ হয়ে ওঠেনি। যা নিয়ে জল্পনাও ছড়ায়।
বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত, সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা 'অনৈতিক' কাজ হবে। ২০১৪-তে লোকসভা ভোটে বিজেপি-র টিকিটে আসানসোল থেকে প্রার্থী হয়েছিলেন বাবুল। সেখান থেকে জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। এর পর ২০১৯-এর লোকসভা নির্বাচনে আরও বড় ব্যবধানে জেতেন তিনি। এ বারও মোদীর মন্ত্রীসভায় ঠাঁই পেয়েছিলেন। কিন্তু সম্প্রতি মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণে বাদ পড়েন বাবুল।
Comments
Post a Comment