খবরের মাঝেই যৌন আবেদনময়ী ভিডিও ভাইরাল, নিউজ চ্যানেলের স্ক্রিনে কি হল হঠাৎ

খবর দিনভোর ওয়েব ডেস্ক : অন্যান্য দিনের মতোই সন্ধ্যায় আবহাওয়ার খবর পড়ছিলেন সঞ্চালিকা। অন্যান্য দিনের মতোই চলছিল নিউজ (Viral Video)। কিন্তু হঠাৎ করে আবহাওয়ার খবর পড়বার সময়ই ঘটলো বিপত্তি। স্ক্রিনে আবহাওয়ার খবরের পাশাপাশি হঠাত্‍ই চলতে শুরু করল নীলছবির (Porn Video) ফুটেজ।

একটানা প্রায় ১৩ সেকেন্ড এর এই ভিডিও স্ক্রিনে সেটাই দেখলো দর্শকরা। এসব দেখে রীতিমতো চমকে ওঠে সকলে। অতিসম্প্রতি এমনটাই ঘটেছে আমেরিকার (United States) একটি টিভি চ্যানেলে। ওয়েদার রিপোর্টের মাঝেই চলেছে পর্ন ভিডিওর (Viral Video) শরীরী খেলা।

আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, KERM 2 নামে ওয়াশিংটনের ওই টিভি চ্যানেলে গত ১৭ অক্টোবর ঘটনাটি ঘটে। সেসময় আবহাওয়ার খবর পড়ছিলেন আবহবিদ মিচেল বস। সন্ধ্যে সাড়ে ছ'টা নাগাদ খবরের মাঝেই চলতে শুরু করে পর্ন (Porn Video) ছবির একটি ভিডিও ক্লিপ। সঞ্চালিকা দিব্যি পড়ে চলছিলেন আবহাওয়ার রিপোর্ট। কিন্তু তাঁর পিছনে বাঁ-দিকের একটি স্ক্রিনে চলতে শুরু করে কোনও একটি পর্ন ছবির সেন্সরড দৃশ্য।

প্রায় ১৩ সেকেণ্ড ধরে সেটি (Porn Video) চলে। সেসময় সংবাদ চ্যানেলটির সঞ্চালিকা কিংবা ওই আবহবিদ কেউই বিষয়টি বুঝতে পারেননি। কিন্তু পরবর্তীতে অনেকেই সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর তাতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও (Viral Video)।

সেই ভিডিও


অবশ্য ঐদিন রাত ১১টা নাগাদ ক্ষমা চায় KERM নিউজ চ্যানেল। এমনটাই জানিয়েছে একটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর। ক্ষমা চেয়ে নিয়ে সেসময় চ্যানেলের সঞ্চালিকা বলেন, "আমাদের শোয়ে প্রথমবার একটি আপত্তিকর ভিডিও (Viral Video) প্রকাশিত হয়েছে। এই ধরনের অবাঞ্চিত ঘটনা আর যাতে না ঘটে, সেদিকে পরবর্তী সময়ে আমরা খেয়াল রাখব।"

এরমধ্যে স্থানীয় পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে। আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনার পরপরই অনেক দর্শক পুলিশ স্টেশনে ফোন করে এই প্রসঙ্গে অভিযোগ জানান। তাই তাঁরা ঘটনাটির তদন্ত শুরু করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই সামনে এসেছে। স্পোকেন পুলিশের স্পেশাল ভিকটিমস ইউনিট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স রেসপন্স ইউনিট ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নেট পারে ইতিমধ্যেই সুরের ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও (Porn Video)।

সূত্র: BBC News

আসন্ন শ্যামা পূজায় শ্যামা সম্মান ২০২১ এ নিজেদের ক্লাবকে নথিভুক্ত করতে শীঘ্রই যোগাযোগ করুন 7003275644 এ,

এছাড়া আমাদের পোর্টালে স্বল্প খরচে বিজ্ঞাপন দিতে হলে যোগাযোগ করুন  7003275644 এবং নিউজ ও যেকোনো অনুষ্ঠান সম্প্রচারের জন্য যোগাযোগ করুন 9163016778 নাম্বারে।

জমিবাড়ি পরিমাপ,  জমির পর্চা, দলিল এছাড়া জায়গা নির্ভূল পরিমাপের জন্যে যোগাযোগ করুন সার্ভেয়ার সৌরভ আদকের সাথে 9163016778 নাম্বারে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম