দূর্গাপুজোর পরে সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলছে
নিজস্ব প্রতিনিধি, বেলুড় : ভক্তদের জন্য সুখবর। পুজোর পরেই খুলতে চলেছে বেলুড় মঠ। আগামী ২০ অক্টোবর লক্ষ্মীপুজো ও ৪ নভেম্বর কালীপুজো উপলক্ষ্যে খোলা থাকবে বেলুড় মঠ। তবে, পূর্ব নির্ধারিত ঘোষণা মতো আগামী ৯ ও ১০ নভেম্বর ছট পুজোর জন্য বন্ধ থাকছে মঠের দরজা।
অন্যান্য দিনের মতো লক্ষ্মীপুজো ও কালীপুজোর দিনগুলিতে সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মঠের দরজা।
পুজোর আগে বেলুড় মঠ খুললেও ভক্তদের ভীড় এড়াতে পুজোর সময় ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠের দ্বার । তবে, অবশেষে সস্তি । ফের খুলল বেলুড় মঠ ।
ভক্ত, দর্শনার্থীদের জন্য মঠের দরজা বন্ধ থাকলেও প্রতি বছরের ন্যায় চলতি বছরও পুজো হয় বেলুড় মঠে । ১৬ অক্টোবর পর্যন্ত মঠে প্রবেশ নিষিদ্ধ ছিল দর্শনার্থীদের । তবে রবিবার ফের খুলল বেলুড় ।
নির্দিষ্টকোভিড বিধি মেনেই সকলে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে দর্শন সেরেই মন্দির চত্ত্বর ত্যাগ করতে হবে দশনার্থীদের, আগের মতো আর মঠ প্রাঙ্গনে থাকতে পারা যাবে না।
দূর্গাপুজোর সময় এবছর বেলুড় মঠের নিজস্ব ওয়েবসাইট থেকে পুজো সম্পূর্ণ দেখানো হয়োছিলো দর্শনার্থীদের জন্য।
আপনার প্রতিভাকে তুলে ধরবো আমরা, খবর দিন ভোরের পর্দায়.......
সম্পূর্ণ খালি গলায় অথবা_ গিটার, তবলা হারমোনিয়াম, তানপুরা সহযোগে যেকোনো ধরনের গান করে পাঠাতে পারেন আমাদের চ্যানেলে।
সঙ্গীত শিল্পীরা আজ থেকেই গানের ভিডিও পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে - 70032 75644
বয়সসীমা- ৫ বছরের উদ্ধে...
গানের ভিডিও সাথে অবশ্যই শিল্পীর নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাতে হবে।
Comments
Post a Comment