রক্তদানের মাধ্যমে নবীদিবস পালন বগটুই গ্রামবাসীদের


অরবিন্দ মন্ডল, বগটুই, রামপুরহাট : রক্ত দান জীবন দান, রক্ত দিয়ে জীবন বাঁচান ,পবিত্র ফতেহা দোয়াজ দাহাম অর্থাৎ নবী দিবস উপলক্ষে বাগটুই গ্রামবাসীর উদ্যোগে ১০ তম ধর্মীয়  জলসা উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে।

এদিন নবী দিবস উপলক্ষ্যে প্রায় ১৫০ জন    
স্বেচ্ছায়  রক্তদান করেন। এদের মধ্যে বগটুই গ্রামের মহিলাদের রক্ত দান ছিলো চোখে পড়ার মতো। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়, এছাড়া ও উপস্থিত  ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিজয় মন্ডল, পৌরসভা বোর্ডের মেম্বার  আব্বাস হোসেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কমিটির সদস্য মাজির হোসেন জানান, নবী দিবসে ১০ বছর ধরে আমরা ধর্মীয় জলসা ও রক্ত দান শিবিরের আয়োজন করে আসছি। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে রক্তশূন্যতার কথা মাথায় রেখেই নবী দিবস এর পবিত্র দিনে আমরা রক্তদানের আয়োজন করি এলাকার মানুষ এই শিবির কে সাফল্যমন্ডিত করার জন্য রক্ত দান করেন। এখন মহিলারাও এসে এই শিবিরে রক্ত দান করছেন প্রায় ২০০ এর কাছাকাছি মানুষ রক্ত দান করবেন, এরমধ্যে ৬০ থেকে ৭০ জন মহিলা রয়েছেন। আগামী দিনেও বগটুই গ্রামবাসীদের উদ্দোগে এই রক্তদান শিবির এবং ধর্মীয় জলসা অনুষ্ঠান চালিয়ে যাব নবী দিবসের পবিত্র দিনে।

শ্যামা সম্মান ২০২১ এ নিজেদের ক্লাবকে নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন 

যেকোনোরকম সংবাদ পাঠাতে হলে যোগাযোগ করুন 9163016778 নাম্বারে WhatsApp করে এবং যেকোনোরকম বিজ্ঞাপন দিতে হলে আজই যোগাযোগ করুন 👉 7003175644 / 9163016778..
আপনার সেবায় সর্বদা আমরা প্রস্তুত


Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম