বদলে যেতে পারে ফেসবুকের নাম, ঘোষণা হতে পারে আগামী সপ্তাহেই


খবর দিনভোর নিউজ ডেস্ক : সত্যিই কি পাল্টে যাবে ফেসবুকের (Facebook) এই নামকরণ ? ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য ভার্জ'-এর এক প্রতিবেদনের কথা উল্লেখ করে রয়টার্স সূত্র মারফত জানা গেছে, আগামী সপ্তাহে সংস্থার বার্ষিক সভাতেই নাম বদলানোর এই বিষয়টি চূড়ান্ত হতে পারে।

এসব নাকি নিছকই গুজব বলে মনে করছে মার্ক জুগারবার্গের সংস্থা।  

সামনের সপ্তাহের ২৮ অক্টোবরে সংস্থার কনফারেন্স রয়েছে।  সেখানেই মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর রিপোর্ট অনুযায়ী, আলোচ্য বৈঠকেই নতুন নামের বিষয়ে আলোচনা করবেন ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তবে সংস্থার নাম বদলালেও সম্ভবত ফেসবুক অ্যাপের নাম বদলাবে না। নতুন যে নামে সংস্থা আত্মপ্রকাশ করবে তার অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক। মনে করা হচ্ছে, সংস্থার অধীনে যেহেতু এখন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্ল্যাটফর্ম রয়েছে, তাই সংস্থার নাম ফেসবুক হওয়া বাঞ্ছনীয় নয় বলেই মনে করছেন উচ্চপদস্থ কর্তারা। ঠিক যেমন গুগলের ক্ষেত্রে মূল সংস্থার নাম হিসেবে রয়েছে গুগল আলফাবেট, সে ভাবেই নাম বদলাতে চাইছে ফেসবুক।
তবে ফেসবুকের ঠিক নাম কি আদৌ পাল্টাবে সে বিষয়ে রয়েছে একাধিক ধোঁয়াশা ও আবেগ।

আসন্ন শ্যামা পূজা উপলক্ষে শ্যামা সম্মান ২০২১ এ নিজেদের ক্লাবকে নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন 👉 7003275644 নাম্বারে।
এছাড়াও আমাদের খবর দিনভোর পোর্টালে বিজ্ঞাপন দিতে হলে 7003275644 ও আপনার এলাকার খবর প্রকাশ করতে চাইলে যোগাযোগ করুন 9163016778 নাম্বারে WhatsApp করবেন, প্রয়োজনে ফোন করবেন। 

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম