ত্রয়োদশীতে কঙ্কালীতলা সতীপীঠে ৫১ কুমারীর পুজো

অরবিন্দ মন্ডল, বোলপুর, বীরভূম : বোলপুরে কঙ্কালীতলায় ত্রয়োদশীর দিন প্রতি বছরের মতো এবছরও বৃষ্টিকে উপেক্ষা করেই ৫১টি কুমারীকে পুজো করা হয়। পুরাণ অনুযায়ী, সতী রূপে দেবী ৫১ খণ্ড হয়েছিল। সেই একান্ন খণ্ডের উদ্দেশ‍্যেই ৫১ কুমারীকে পুজো করা হয়।দশমীর বিষাদ এখনও কাটেনি। তার মধ্যেই বোলপুরের কঙ্কালীতলায় ফিরে এল পুজোর গন্ধ।  ত্রয়োদশীতে একান্ন কুমারীর পুজো হল মন্দির চত্বরে।  
পুরাণ অনুযায়ী, সতী রূপে দেবী দূর্গার একান্ন খণ্ড হয়েছিল। সেই একান্ন খণ্ডকে একান্ন কুমারীর মধ্যে দিয়ে পুজো করার রীতি কঙ্কালীতলায়। প্রথার সঙ্গে জুড়ে স্বপ্নাদেশের গল্প। জনশ্রুতি, ৪৬ বছর আগে বিপ্রটিকুড়ি গ্রামের বাসিন্দা মুক্তানন্দ মহারাজ ওরফে বুদ্ধদেব চট্টোপাধ্যায় শুরু করেন একান্ন কুমারীর পুজো।
বোলপুরের বিভিন্ন গ্রাম ছাড়াও শহর থেকে আসে কুমারীরা।  মন্দির চত্বরে সবাইকে একসঙ্গে বসিয়ে চলে হোমযজ্ঞ, পুজাপাঠ। সবশেষে বিশেষ ভোগের আয়োজন।প্রতি ত্রয়োদশীর মত এবছরও একান্ন কুমারীর পুজো ঘিরে জমে ওঠে একান্ন পীঠের অন্যতম কঙ্কালীতলা।
ক্যামেরা: মৃন্ময় লাহিড়ী 
কপিরাইট : সৌরভ আদক 


Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম