'তৃণমূলের সবাই এখন বাচ্চা নিয়ে ঘুরছে', নেটিজেনকে কড়া ভাষায় জবাব সায়নীর
নিউজ ডেস্ক : স্পষ্ট ভাষায় কিভাবে সপাটে উত্তর দিতে সায়নী ঘোষের (saayoni ghosh) জুড়ি মেলা ভার, একথা হয়তো নিন্দুকেরাও অস্বীকার করবেন না। রাজনীতিতে পা রাখার আগে থেকেই স্পষ্ট কথার স্পষ্ট জবাব দিতে পছন্দ করতেন সায়নী। রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও এই সদগুণটা বদলাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় কোনো কটাক্ষই তাঁর নজর এড়ায় না। যোগ্য জবাব ও দিলেন স্পষ্ট ভাষায়।
সায়নী সম্প্রতি নিজের পরবর্তী ছবির শ্যুটিং সেট থেকে একখানা ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিতে কোলে একটি শিশু কে নিয়ে আদর করতে দেখা গিয়েছে তাকে।
সায়নীর শেয়ার করা এই ছবির কমেন্ট বক্সেই একজন ব্যাক্তি মন্তব্য করেছিলেন, 'তৃণমূলের সবাই বাচ্চাসমেত ঘুরছে। আমি ভাবলাম আপনারও হয়তো. বাবার নাম তো পরে ঘোষনা হয়।'একটি অন্যরকম সুরে এরপরেই ওই ব্যাক্তি বলেন,'এমনি বললাম। সিরিয়াসলি নেবেন না। আপনি আমার একজন প্রিয় শিল্পী। আপনার সাফল্য কামনা করি।'
এই কমেন্টের মধ্যে দিয়ে ওই ব্যক্তি নাম না করলেও তৃনমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান কেই যে কটাক্ষ করেছেন তা প্রায় সকলেই বুঝতে পেরেছেন। এই কমেন্ট টি নজরে আসতেই উত্তর ও দিয়েছেন সায়নী ঘোষ,তিনি লিখেছেন,'খুব সংকীর্ণ মন্তব্য স্বপন বাবু! এমনি এমনিও বলবেন না। ব্যক্তিগত সিদ্ধান্তগুলো ব্যক্তিগত হয়। বলা সহজ! আপনি ভাল থাকবেন, ভাল লাগল জেনে যে আপনি আমার কাজ পছন্দ করেন। আশাহত করব না এও আশা রাখি।'
এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের পরিপ্রেক্ষিতে কড়া অথচ মিষ্টি ভাষায় উত্তর দিয়েছেন সায়নী ঘোষ।সায়নীর এধরনের উত্তরে কার্যত খুশি তার অনুরাগীরা। খুবই অল্প সময়ে রাজনৈতিক জগতেও তার স্পষ্ট কথাবার্তার কারনে শিরোনামে এসেছেন তিনি।
আমাদের মিডিয়ার সব খবর সবার আগে পেতে হলে আমাদের ফেসবুকে পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
এছাড়া আমাদের ওয়েবসাইট ও মিডিয়ায় কোনোরকম বিজ্ঞাপন দিতে ও খবর পাঠাতে হলে 9163016778 নাম্বারে হোটাসএপ করবেন।
সকলে কোভিড বিধি মেনে চলুন এবং সাবধানতা অবলম্বন করুন।
Comments
Post a Comment