আমার সঙ্গে ভালোবাসায় পেরে উঠবে না রবীন্দ্রনাথও : মদন মিত্র


ভবানীপুরের বাসিন্দা কামারহাটির বিধায়ক হিসেবে পরিচিত মদন মিত্র (Madan Mitra) এবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথের আসনে নিজেকে বসালেন। তিনি কি বললেন, "আমি যা ভালোবাসা পেয়েছি,  স্বয়ং রবীন্দ্রনাথ ও বোধহয় পেয়েছেন কি না সন্দেহ রয়েছে। "

রাজনীতির ময়দানের বড়াবড়েরই পাকা খেলোয়াড় হিসেবেই তিনি সমাদৃত, মানুষের হৃদয়ে তাঁর জন্যে একটা আলাদাই জায়গা করেছে। তাঁর পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে চোখের সানগ্লাস, অনেকেই তাতে মুগ্ধ। তাঁর জনপ্রিয়তার বহর দেখে তাঁকে নিয়ে বড়পর্দায় ছবিও বানানোর তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। একটা নয়, জোড়া বায়োপিক আসছে মদনের। এদিন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেছেন, আমি তো মন্ত্রী নই, আমি এক লাখ ভোটেও জিতিনি। তবে আমি মানুষের যা ভালবাসা পেয়েছি, রবীন্দ্রনাথও তত পাননি। এখানেই শেষ নয়। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন বিধায়ক।


মদন মিত্রের এক একটি ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকেন তাঁর অনুগামীরা।

মদন বলেন, রবীন্দ্রনাথের সময়কালে জনসংখ্যা অনেক কম ছিল। তিনি হয়তো লক্ষ মানুষের ভালবাসা পেয়েছেন। কিন্তু আমি পেয়েছি কোটি। বাংলার রাজনীতিতে বরাবরের রঙিন চরিত্র মদন মিত্র। তবে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে কামারহাটির বিধায়কের এই মন্তব্য শুনে সমালোচনায় সরব বিরোধীরা।

তবে তাঁর এই মন্তব্য শুনে বিজেপির এক নেতা কটাক্ষ করে বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন। আর সারদা কেলেঙ্কারিতে মদন মিত্র একাধিকবার পেয়েছন নো-বেল (জামিনের আবেদন নামঞ্জুর)। 


Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম