এবারের IPL এ Winner's এর খেতাব জিতল চেন্নাই সুপার কিংস


KhoborDinbhor, নিউজ ডেস্ক: খেলা দেখে মনে করেছিলেন অনেকেই২০১২ সালের পুনরাবৃত্তি হবে ২০২১ এও। সেবছরও আইপিএলের ফাইনালে তিন উইকেটেই ১৯০ রান তুলেছিল চেন্নাই।

জবাবে মনবিন্দর বিসলারে অসাধারণ ইনিংসে এর ফলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা।
এবছরে বিজয়া দশমীর দিনে সেই একই ঘটনা আর ঘটল না।

মাঝের ওভারে রান তোলার গতি কমে যাওয়া এবং পরপর উইকেট পাড়ায় ম্যাচ থেকে ছিটকে গেল কে.কে.আর। ২৭ রানে ম্যাচ জিতে চতুর্থবার আইপিএল কাপ নিজেদের দখলে নিল চেন্নাই সুপার কিংস।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম