রাস্তায় সংস্কারের কাজ থমকে যাওয়ায় বোলপুর-নানুর রাস্তা অবরোধ, চাঞ্চল্য সিয়ান হাসপাতাল এলাকায়

রাস্তায় সংস্কারের কাজ থমকে যাওয়ায় বোলপুর-নানুর রাস্তা অবরোধ, চাঞ্চল্য সিয়ান হাসপাতাল এলাকায়

বোলপুর-নানুর রাস্তার উপর অবস্থিত মহকুমার একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল। কিন্তু সেই হাসপাতালে যাওয়ার দুই দিকের পথ খানাখন্দে ভরা। তার ফলে চিকিৎসার জন্য হাসপাতালে আসা রোগীদের চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘদিন আগে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়েছিল। কিন্তু রাস্তায় সংস্কারের কাজ থমকে গিয়েছে।লায়েকবাজারের কাছে এই রাস্তায় দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক বাইক আরোহীর। তাই সাধারণ মানুষ থেকে রোগীর পরিবারের আত্মীয়রা সকলেই রাস্তাটির দ্রুত সংস্কার চাইছেন। বোলপুর মহকুমা সহ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম, আউসগ্রাম ও মঙ্গলকোট এলাকা থেকেও প্রচুর মানুষ প্রতিদিন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এছাড়া বীরভূম লাগোয়া মুর্শিদাবাদ থেকেও রোগীরা আসেন এখানে।

বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তার উপর সিয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে এই মহকুমা হাসপাতাল। বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছিল পূর্ত দপ্তরের তরফে। কিন্তু বিগত প্রায় এক বছর ধরে এই রাস্তার সংস্কার থমকে রয়েছে। মুমূর্ষু রোগীদের খানাখন্দে ভরা রাস্তা দিয়ে নিয়ে যেতে প্রচণ্ড অসুবিধায় পড়তে হচ্ছে। কিছু জায়গায় এমন অবস্থা হয়েছে যেখানে রাস্তায় অন্য গাড়িকে জায়গা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এলাকাবাসী আজ একঘন্টার সময় বেশী রাস্তা অবরোধ করে, প্রতিবাদ জানায়। ওই রাস্তায় পেরিয়ে যাচ্ছিলেন, সিউড়ি বিধানসভা'র বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। অবরোধে কার্যত চাঞ্চল্য ছড়ায় সিয়ান হাসপাতাল এলাকায়।

 বোলপুর থেকে অরবিন্দ মন্ডল এর রিপোর্ট বীরভূম।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*