ফল কিনতে গিয়ে অসুস্থ মহিলা এএসআই কে হাসপাতালে ভর্তি করিয়ে মানবিকতার নজির করলেন সাংসদ অপরূপা পোদ্দার
সাংসদ অপরূপা পোদ্দার অসুস্থ মহিলা এএসআই কে হাসপাতালে ভর্তি করলেন
সিঙ্গুর, নিজস্ব প্রতিনিধি : অফিস থেকে ফল কিনতে গিয়ে দুপুরের রোদে মাথা ঘুরে গাড়ি থেকে পড়ে যান মহিলা এ.এস.আই. তৃষা ঘোষ। রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেয়েই গাড়ি থেকে নেমে প্রাথমিক শুশ্রুষা করে ,নিজের গাড়িতে তুলে স্থানীয় হাসপাতালে পৌছে দিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। আজ দুপুরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের কামারকুন্ডু রেল গেটের সন্নিকটে।।
পুলিশ সূত্রে জানা গেছে, হুগলী গ্ৰামীন পুলিশের অধীনে কামারকুন্ডুতে কর্মরত লেডি এ এস আই তৃষা ঘোষ। আজ দুপুরে গাড়ি করে কামার কুন্ডু রেল স্টেশনের কাছে ফল কিনতে গিয়ে ঘটে বিপত্তি। হঠাৎ ই মাথা ঘুরে পড়ে যান রাস্তায়। সেই সময় আরামবাগের দিক থেকে রিষড়ায় বাড়ির দিকে ফিরছিলে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে, গাড়ি থেকে নেমে লেডি এ এস আই কে রাস্তা থেকে তুলে রাস্তার পাশে একটা জায়গায় বসান, চোখে মুখে জল দিয়ে নিজের গাড়ি করে সঙ্গে সঙ্গে সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সিঙ্গুর থানা ও হুগলী জেলা গ্ৰামীন পুলিশের আধিকারিকরা। লেডি এ এস আই তৃষা ঘোষ বলেন, কিভাবে পড়ে গেলাম বুঝতে পারছি না। তবে পড়ে যাবার পর অনেক লোক পাশে দাঁড়িয়েছিল কেউ এগিয়ে আসে নি। সাংসদ গাড়ি থেকে নেমে নিজে আমাকে তুলে জল, বরফ দেন। তারপর নিজের গাড়ি করে হাসপাতালে নিয়ে আসেন। ওনাকে অনেক ধন্যবাদ দেবো উনি অন্যদের মতো দেখে চলে যান নি। ।
ঘটনা প্রসঙ্গে সাংসদ বলেন , ( সৌরভ বন্দ্যোপাধ্যায়)
সিঙ্গুর গ্ৰামীন হাসপাতাল সূত্রে জানা গেছে ,
প্রাথমিক চিকিৎসা চলতে আহত পুলিশ কর্মীর । শারীরিক অবস্থা আগের থেকে অনেক বেশী স্থিতিশীল। চোট আঘাত গুরুতর নয়।
Comments
Post a Comment