সিঙ্গুর ব্লকের গোবিন্দপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এ অনাস্থা এনেও পরাজিত হল শাসকদল



সিঙ্গুর: দীর্ঘদিন বামফ্রন্টের দখলে থাকা সিঙ্গুর ব্লকের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এ অনাস্থা এনেও পরাজিত হল তৃনমুল। সমবায়ের পরিচালন সমিতি নিজেদের দখলে রাখতে সমর্থ হল বামফ্রন্ট।১৯৬৩ সালে তৈরি হয়েছিল এই সমবায় সমিতি। জন্ম লগ্ন থেকে এই সমবায় বামেদের দখলে। শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর তিনবার এই সমবায় সমিতিতে ভোটাভুটি হয়েছিল। শেষ নির্বাচনের ফল অনুযায়ী, সমবায় সমিতির ১৫টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে ও বামেদের দখলে ছিল ৩২টি আসন।মোট ৪৭ জন ডেলিগেট মেম্বারদের মধ‍্যে আজকে ৪৪ জন ভোটাভুটিতে অংশ গ্ৰহণ করেন। অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ২৩টি ভোট পড়ে এবং অনাস্থার পক্ষে ২১টি ভোট পড়ে।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*