পরশের উদ্যোগে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা শিবির
সৌরভ আদক, তারকেশ্বর, বৃহস্পতিবার: তারকেশ্বর থানার বালিগড়ি ১ নং পঞ্চায়েত এলাকার লোকনাথ মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় পরশ স্বেচ্ছাসেবী সংস্থা'র উদ্যোগে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, ছানি অপরেশন, ঔষুধ প্রদান ও সচেতনতা ক্যাম্প। উক্ত কর্মসূচিতে বিনামূল্যে এক মহতী চক্ষু পরীক্ষা, ছানি অপরেশন, চশমা প্রদান, ওষুধ প্রদান ও সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হলো।
তারকেশ্বরের স্বেচ্ছাসেবী সংগঠন পরশের উদ্যোগে এবং রোটারি ভিষণের সহযোগিতায় এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারকেশ্বরের পৌর চেয়ারম্যান তথা আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুন্ডু, বালিগড়ি একনম্বর পঞ্চায়েতের প্রধান হারাধন মজুমদার, তারকেশ্বর পৌর কাউন্সিলর রুপা সরকার, অনুপ পন্ডিত সহ অন্যান্য বিশিষ্ট বর্গ।
অনুষ্ঠানে পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু বলেন এলাকার একটি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন পরশ যেভাবে দুস্থ মানুষের জন্য কাজ করে চলেছে তা প্রশংসার যোগ্য। আগামী দিনে তাদের চলার পথে যদি কিছু সাহায্য লাগে আমি আমার যথাসাধ্য ভাবে সাহায্য করে যাবো বলে তিনি আশ্বাস দেন। বালিগড়ি একনম্বর পঞ্চায়েতের প্রধান হারাধন মজুমদার বলেন পরশের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই ।তারা আমাদের এলাকায় এই অনুষ্ঠান করার কথা আমাকে জানায়। আমি সম্মতি দিয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের পঞ্চায়েত এলাকায় বহু গ্রাম অঞ্চল এলাকার গরীব মানুষ। তাই প্রচুর মানুষ আজকের এই শিবিরে উপস্থিত হয়ে তাদের চিকিৎসা করাচ্ছেন।
আগামী দিনে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকেও এরকম অনুষ্ঠান আয়োজন করার ইচ্ছা আছে বলে তিনি জানান। পরশের সম্পাদিকা শম্পা ঘোষ বলেন স্পর্শে লাগুক জীবনের ছন্দ এই কথাটি কে মুলমন্ত্র করে গত ৮ মাস আগে আমাদের পথ চলা। ইতিমধ্যেই আমরা রক্তদান শিবির, দুস্থদের বস্ত্র প্রদান, মহিলাদের প্রজননগত সমস্যা বিষয়ে সচেতনতা শিবির, দুস্থ ছাত্র ছাত্রীদের সাহায্য করে এসেছি, আজ চক্ষু পরীক্ষা শিবির করলাম এবং আগামী দিনে এরকমই বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করে যাব বলে তিনি জানান ,এদিন এলাকার ৩০০ জনের উপরে মানুষ এই চক্ষু পরীক্ষা শিবির এসে তারা চক্ষু পরীক্ষা করান।
মূলত গ্রাম্য এলাকায় এত বড় একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হওয়ায় প্রচুর উপকৃত হয়েছেন গ্রামের মানুষ,তারা পরশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Comments
Post a Comment