পানিহাটিতে তোলা চাইতে গিয়ে বোমাবাজী, গ্রেফতার অভিযুক্ত জেল ফেরত দুষ্কৃতী-সহ ৪
পানিহাটিতে তোলা চাইতে গিয়ে বোমাবাজী, গ্রেফতার অভিযুক্ত জেল ফেরত দুষ্কৃতী-সহ ৪
নিজস্ব প্রতিবেদন : তোলা চেয়ে না পাওয়ায় বোমাবাজি তৃণমূলের দলীয় কার্যালয়ে৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী।
ঘটনার সূত্রপাত পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অ্যাঙ্গেলস নগরে একটি প্লাস্টিক কারখানায় তোলা চাওয়া নিয়ে ৷ এই অঞ্চলে চেনামুখ ক্লাবের কাছে ব্যবসায়ী রন্টা মাইতির প্লাস্টিক কারখানায় গাড়িতে করে তোলা চাইতে আসে বিশু কর্মকার ওরফে চোরবিশু ৷ কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে । তার সঙ্গে ছিল গাড়িচালক পাপাই ৷ ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাকে হুমকি দেয় বিশু ৷ এরপর রন্টা মাইতি পানিহাটি পৌরসভার কাউন্সিলর জয়ন্ত দাসকে (গোবিন্দ) ফোনে বিষয়টি জানান ৷ কাউন্সিলরের পর তিনি খড়দহ থানার পুলিশকেও খবর দেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ।
দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে বিশু ও তার দলবল চম্পট দেয় ৷ পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ আহত হন খড়দা থানার এসআই প্রণব দেবনাথ । তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এছাড়া দুষ্কৃতীদের গাড়ির আঘাতে আরও দু'জন এলাকাবাসী জখম হন । পালাবার সময় দুষ্কৃতীরা পানিহাটি অ্যাঙ্গেলস নগরে যুগবাণী ক্লাব লক্ষ্য করে আরও দু'টি বোমা ছুড়লে একটি বোমা থেকে বিস্ফোরণ হয় ৷ অন্য বোমাটি পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে ।
গাড়ি নিয়ে পালানোর সময় পানিহাটি ধানকল মোড়ে বিটি রোডের উপর পানিহাটি পৌরসভার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস মাতঙ্গিনী ভবন লক্ষ্য করে পাঁচটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা । এখানেও চারটি বোমা থেকে বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থল থেকে একটি কৌটো বোম উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ । বোমার আঘাতে এক যুবক জখম হয়েছেন । মোট ৭ টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা । ঘটনায় ব্যাপক উত্তেজনার পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে । দুষ্কৃতীদের দৌরাত্ম্যে প্রশাসন যথেষ্টই উদ্বিগ্ন বলে জানা গিয়েছে ৷
জিজ্ঞাসাবাদের জন্য খড়দা থানার পুলিশ ব্যাবসায়ী রন্টা মাইতি ও পন্টাই নামের এক দুষ্কৃতীকে আটক করেছে । পুলিশ সূত্রে খবর, পন্টাই চোরবিশুর শাগরেদ হিসেবেই পরিচিত । আটক করার সময় অভিযুক্তদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এলাকার স্থানীয় ক্ষিপ্ত জনতা ৷ মূল অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী বিশু কর্মকার ওরফে চোরবিশু ও গাড়িচালক পাপাইয়ের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ ।
Comments
Post a Comment