*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*
*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় বাজার পার্কিং নিয়ে সমস্যা আছে। এটা ট্রাফিক পুলিশ দেখে। আশা করি সেটা পুলিশ দেখবে। অফিসের সময় অনেক বেশি ট্রাফিক থাকে। আর্থিক ভাবে সচল হলেও এখনো কাউন্সিলর দের ভাতা বাড়ানোর হচ্ছে না। কারণ আগে পেনশন দেওয়া হবে তার পরে কাউন্সিলর দের বিষয় দেখা হবে। ১০০ দিনের কাজের বকেয়া ভাতা আগামী সোমবার দিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র । বাংলা থেকেই বাংলা নিয়ে যদি তিনি বলে থাকেন তাহলে মনে হচ্ছে যে বিজেপি বাংলা কে বদনাম করার চেষ্টা করছে। শুধু বাংলা কে বদনাম করা হচ্ছে। কাজ নেই টি খই ভাত। আমি অপদার্থ তাই রাজনীতিক ভাবে এটা ঘুরানো চেষ্টা করছে বিজেপির। দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে তারা। আসলে এরা এত খুন গুজরাটে করেছে। তাই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে জানালেন মেয়র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক। যদি সবচে বেশি ভুয়া কার্ড উত্তর প্রদেশে থাকে তার জন্য বাংলার টাকা কেনো আটকানো হচ্ছে। উনি নিজে কি করছেন এত উদ্ধত কেন। সংসদে তিনি জবাব দিচ্ছেন না কেন। রাজনীতি আপনি করছেন।
Comments
Post a Comment