ব্যারাকপুরের ডি বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের শ্যুটার সুজিত রায়
ব্যারাকপুরের ডি বাপির বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের শ্যুটার সুজিত রায়
নিজস্ব প্রতিবেদন : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ সূত্রে খবর, জেলে বসেই এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে হামলার মাস্টারমাইন্ড বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের জেলবন্দি আসামি সুজিত রায় । দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকেই অপরিচিত নম্বর থেকে তোলা চেয়ে বারবার সে হুমকি ফোন করত বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসকে ৷
সোমবার মোহনপুর থানার পুলিস গ্রেফতার করে বিরিয়ানির দোকানের গুলিকাণ্ডের মাস্টারমাইন্ড মণীশ শুক্লা খুনের শ্যুটার সুজিত রায়কে। তাকে সাত দিনের হেফাজতে নিয়ে পুলিস জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই সুজিতই টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত এবং ওই ঘটনায় সে দমদম সংশোধনাগারে বন্দি।
বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনার পর থেকেই দোকানের মালিক বাপি দাস অভিযোগ করেন, অচেনা নম্বর থেকে তোলা চেয়ে তাঁর মোবাইলে হুমকি ফোন আসত। পাঠানো হয় অশ্লীল মেসেজও । এরপরই মোবাইলটি পুলিশের কাছে জমা দেন তিনি । সেই মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ অচেনা নম্বরের খোঁজ পায় । মোবাইলের টাওয়ার লোকেশন থেকে তদন্তকারীরা জানতে পারেন জেলে বসেই এই কাণ্ড ঘটিয়েছেন মনীশ শুক্লা খুনের আসামি সুজিত রায় ।
বারবার তোলা চেয়েও তা না পেয়ে শাগরেদদের দিয়ে ব্যারাকপুরের জনপ্রিয় ওই বিরিয়ানির দোকানে পরিকল্পিত হামলা চালায় সে । যার জেরে গুলি চালানোর মতো ঘটনা ঘটে । ধৃত সুজিত রায়কে জেরা করে তদন্তকারীরা শুটারদের বিষয়ে তথ্য আদায়ের চেষ্টা করছেন । কারণ, এই ঘটনায় আগে দু'জন পুলিশের হাতে ধরা পড়লেও এখনও অধরা তিন শুটার । তারা গুলি চালানোর ঘটনার পর থেকেই পলাতক । তাদের খোঁজ পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলেও এখনও হদিস মেলেনি ৷
এই নিয়ে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাড়ালো ৩।
Comments
Post a Comment