ফলহারিণী অমাবস্যায় শুভ কর্মফল লাভের আশায় তারাপীঠের দেবীর আরাধনায় ভক্তরা


 

নিজস্ব প্রতিবেদন : আজ ফলহারিণী অমাবস্যা। এই উপলক্ষে তারাপীঠে ভক্তদের ভিড়। দূর-দূরান্ত থেকে পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। সকাল থেকেই মন্দির চত্বরে সুবিশাল লাইন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হয়।   


মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। আজ দুপুর ২ টোয় অমাবস্যা লাগবে। তাই আগে থেকেই চলছে পুজো প্রস্তুতি। 


ফলহারিণী অমাবস্যায় মাকে ফল নিবেদন করেন ভক্তরা। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল একবছর খাওয়া নিষেধ। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। তারা মাকে ২ বার ভোগ নিবেদন করা হয়।


জানা যায়, এদিন রামকৃষ্ণদেব  শ্রীমা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণমঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত।  সে জন্যে এইদিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ।  আজ বেলুড় মঠেও রাতে ফলহারিণী কালীপুজো হবে।            


ফলহারিণী অমাবস্যা থাকবে  রবিবার ২:২৫ থেকে সোমবার দুপুর ৩:৪৮ পর্যন্ত।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*