নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে! প্রমাণ লোপাটের আশঙ্কা, SSC অফিস ঘিরতে হবে CRPF দিয়ে, মধ্যরাতেই শুনানি শুরু


 SSC: নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে! প্রমাণ লোপাটের আশঙ্কা, SSC অফিস ঘিরতে হবে CRPF দিয়ে, মধ্যরাতেই শুনানি শুরু 


দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মে:


নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে! মধ্যরাতে শুনানি শুরু হল কলকাতা হাইকোর্টে। দাবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিস অর্থাৎ 'আচার্য সদন' সিআরপিএফ বাহিনী দিয়ে ঘিরে ফেলতে হবে। তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে, এই আশঙ্কায় মধ্যরাতেই কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলো স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। ‌


শেষ খবর পাওয়া পর্যন্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি শুরু হয়েছে রাত্রি এগারোটা নাগাদ। স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এই আশঙ্কা করছেন চাকরিপ্রার্থীরা। ‌ প্রসঙ্গত উল্লেখ্য, আজকেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বদল হয়েছে। ‌ এই প্রথমবার একজন আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যানের। অন্যদিকে, প্রায় তিন ঘন্টা ধরে সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। সবমিলিয়ে তাই, চাকরি প্রার্থীরা আশঙ্কা করছেন দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে!

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*