সেরিব্রো ভাস্কুলারে আক্রান্ত পেসেন্ট প্রয়াত হলেন ডাক্তারের অবহেলায়



 গত ১৫ ই মে ২০২২, রাত্রিতে আনুমানিক প্রায় ৫২ বছর বয়সী ফিরোজা বেগম, যিনি প্রায় ৬ ঘন্টা সেরিব্রো ভাস্কুলার দুর্ঘটনায় জরুরী বিভাগে ডাক্তার কুনাল পানের অবহেলায় মারা যান। 

ডাঃ নির্মল মাজি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সংসদীয় চেয়ারম্যান, মেডিকেল কলেজ ও হাসপাতালের আরকেএস চেয়ারম্যান, মাননীয় বিধায়ক সহ কলেজের অন্য তিনজন স্বাস্থ্য আধিকারিক রোগীর পক্ষের সাথে যোগাযোগ করার পরে রোগীকে ভর্তি করতে সাহায্য করেছিলেন।

দুর্ভাগ্যবশত চিকিত্সার অভাব এবং ডাঃ কুণাল পানের অবহেলার কারণে (6 ঘন্টা ব্যবধান), রোগীর মেয়াদ শেষ হয়ে গেছে। রোগীর পরের আত্মীয় (NOK) কলেজ প্রশাসনের সাথে যোগাযোগ করেছে এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ভবন ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও যোগাযোগ করেছিলেন। 




ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস (মুখপাত্র) পশ্চিমবঙ্গ প্রগতিশীল ডাক্তার সমিতি 18.05.2022

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম