চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যার, সঙ্গে গেল মান সম্মানও! তিন মাসের মধ্যে সর্সবাধিক ২ কিস্তিতে সমস্ত বেতন ফেরাতে হবে অঙ্কিতাকে


 SSC: চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যার, সঙ্গে গেল মান সম্মানও! তিন মাসের মধ্যে সর্বাধিক ২ কিস্তিতে সমস্ত বেতন ফেরাতে হবে অঙ্কিতাকে



খবর দিনভোর নিউজ ডেস্ক, কলকাতা, ২০ মে:



অবশেষে চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী'র! শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতা অধিকারী কে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। নিজের ঘরের সামনে চাকরি পাওয়া ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ে আর ঢুকতে পারবেন না অঙ্কিতা! এমনকি, গত তিন বছরে পাওয়া সমস্ত বেতন তাঁকে ফেরাতে হবে আগামী ৭ জুলাই এর মধ্যে। প্রথম কিস্তি ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি ৭ জুলাইয়ের মধ্যে। ফলে, শুধু যে চাকরি গেল, তাই নয়, মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী'র মান-সম্মানও যে ধুলোয় মিশে গেল তা বলাই বাহুল্য!


এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, "কমিশন কি করবে না করবে জানিনা! কমিশনের মতিগতি দেখে যা বুঝছি তাতে কমিশন পদক্ষেপ গ্রহণ করবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু, সব প্রমাণ পাবার পরেও কোর্ট চুপচাপ বসে বসে দেখতে পারেনা। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঙ্কিতা অধিকারীকে যেন ইন্দিরা গার্লস হাইস্কুলের চত্বরে ঢুকতে দেওয়া না হয়। অঙ্কিতা অধিকারী নিজেকে কখনো শিক্ষক হিসাবে পরিচয় দিতে পারবে না। অঙ্কিতা অধিকারীর এ পর্যন্ত মাইনে বাবদ গ্রহণ করা সমস্ত অর্থ দুটি ইন্সটলমেন্টে ফেরত দিতে হবে। প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে আগামী ৭ জুন তারিখের মধ্যে এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট ৭ জুলাইয়ের মধ্যে। DI কে নির্দেশ দেওয়া হচ্ছে অঙ্কিতা অধিকারীর মাইনে এই মুহূর্ত থেকে বন্ধ করার জন্য।" বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওরা হুঁশিয়ারি দিয়ে সিবিআই-কেও বলেছেন, দ্রুত এবং সঠিক তদন্ত না করলে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম