আবারও চালু হতে চলেছে হিন্দমোটরের হিন্দুস্থান মোটর্স

 

খবর দিনভোর নিউজ ডেস্ক :  ২০১৪ সালে সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ ঝুলেছিল হিন্দুস্তান মোটর কারখানায়।গত আট বছরে কারখানার শ্রমিকদের অবস্থা খারাপ হয়েছে।বেতন বন্ধ হওয়ায় অনেকেই বিকল্প কাজ খুঁজে নিতে বাধ্য হয়েছেন।এখনো সারে তিনশ শ্রমিক রয়েছে হিন্দমোটরে।বেশ কিছু শ্রমিক পরিবার শ্রমিক আবাসে থাকেন।

পানীয় জল বিদ্যুৎ এর সমস্যার মধ্যেও তারা কষ্ট করে পরে রয়েছেন।যদি কখনো কারখানা খোলে।কারখানা খোলার দাবীতে বহু আন্দোলন হয়েছে।কিন্তু বিড়লা কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া মেলেনি।উল্টে বেঙ্গল শ্রীরামকে প্রায় সারে তিনশ একর জমি বিক্রি করে দেওয়া হয়েছে।তারও পরে হিরানন্দানীকে একশ একর বেচে দেওয়া হয়।

বর্তমানে ২৭৫ একর জমি রয়েছে বিড়লাদের হাতে।তার মধ্যে ৯৬ একরে রয়েছে কারখানা।সেই কারখানাতেই ব্যাটারি চালিত গাড়ি ও বাইক তৈরী হবে।ইউরোপের এক গাড়ি সংস্থার সঙ্গে হিন্দুস্থান মোটরের মৌ স্বাক্ষরিত হয়েছে বলে খবর।সেই খবর হিন্দমোটর শ্রমিক মহল্লায় ছড়িয়ে পরতেই নতুন করে আশার আলো দেখছেন শ্রমিকরা।তবে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে এই চুক্তি নিয়ে।কারন এখনো স্পস্ট নয় কোন কোম্পানী কি ধরনের গাড়ি তৈরী করবে।সেই গাড়ি তৈরীতে অ্যাম্বাসাডারের শ্রমিকদের কতজা কাজে লাগবে তা নিয়ে সংশয় রয়েছে।

তবুও শ্রমিকরা মন্দের ভালো কোনো কারখানা হলে হিন্দমোটরে আবার প্রাণ ফিরবে।
শ্রমিক ইউনিয়ন গুলো স্বাগত জানিয়েছে এই কারখানা চালু করার উদ্যোগকে। নতুন করে হিন্দুস্থান মোটর চালু হলে সব রকম সাহায্য করবে হিন্দুস্থান মোটরের ইউনিয়নগুলো।
সিটু নেতা মনিন্দ্র চক্রবর্তী বলেন, এর আগেও এমন হাওয়া উঠেছিল।হিন্দুস্থান মোটরের শেয়ার চাঙ্গা রাখতে এই ধরনের খবর রটানো হয়।তবে সত্যি যদি কারখানা খুলতে চায় তাহলে সাহায্য করা হবে।।।

Comments

Popular posts from this blog

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

*__মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী_*

*_বড়সড় সড়ক দুর্ঘটনা হুগলিতে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না_*