কফিনবন্দি হয়ে রাজ্যে ফিরলেন লাদাখে পথ দুর্ঘটনায় মৃত বাঙালি জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া
আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় মৃতদেহ। বিমানবন্দর চত্বরে সেনাবাহিনীর গার্ড অফ অনার দেওয়ার পর মরদেহবাহী শকট রওনা হয় খড়গপুরের উদ্দেশে।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল লাদাখে বাস দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ ৷ ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়া খড়গপুরের চাঁচল বারোভেটিয়ার বাসিন্দা ৷ আজ বিমানবন্দরে সেনাবাহিনীর তরফে তাঁকে গান স্যালুট দেওয়া হয় ৷ ২৭এ মে লাদাখে সেনার বাস দুর্ঘটনায় মৃত ৯ জওয়ানের মধ্যে একজন ছিলেন বাপ্পাদিত্য খুটিয়া ৷
লাদাখের পর্তাপুর ক্যাম্প থেকে ২৬ জন জওয়ানকে নিয়ে লেহর তুরটুক ফরওয়ার্ড ক্যাম্পে যাচ্ছিল সেনার বাস ৷ পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি শিয়ক নদীর খাদে পড়ে যায় ৷ ঘটনায় পর্তাপুর হাসপাতালে ৭ জওয়ানের মৃত্যু হয় ৷ হরিয়ানার হাসপাতালে আরও দুই জওয়ান মারা যান ৷ পর্তাপুর হাসপাতালে মৃত জওয়ানদের মধ্যেই ছিলেন ল্যান্স নায়েক বাপ্পাদিত্য খুটিয়া ৷ এদিন কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ এসে পৌঁছয় ৷ সেখানে সেনার তরফে তাঁকে গান স্যালুট জানানো হয় ।
Comments
Post a Comment