রবিবার সমাপ্ত হল সিঙ্গুর গোল্ড কাপ ২০২২
খবর দিনভোর নিউজ ডেস্ক :
গ্রাম বাংলার ফুটবলে আরো গতি আনতে হুগলী জেলার সিঙ্গুর ক্লাবের ব্যবস্থাপনায় ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ক্লাব ময়দান প্রাঙ্গনে সপ্তাহ বেপিক এক ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল । এই ফুটবল উৎসবে হুগলী জেলার ৮ টি ক্লাব অংশ গ্রহণ করে, ১৫ই মে এই ফুটবল উৎসব শুরু হয় এবং আজ রবিবার সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলা হয় উত্তরপাড়া নেতাজি ব্রিগেট (হুগলী) ও কলকাতার সারদান সমিতির মধ্যে । নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১/১ থাকার পর ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয় ৫/৪ ফলাফলের মধ্য দিয়ে, উত্তরপাড়া নেতাজি ব্রিগেট জয় লাভ করে। এই ফাইনাল উৎসবকে ঘিরে মানুষের উন্মাদনা ছিলো চোখে পরার মতো। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অজিত ব্যানার্জী( I. F. A. সভাপতি), মাননীয় সংসদ প্রসূন ব্যানার্জী,প্রাক্তন ফুটবলার বিদেশ বোস, প্রশান্ত ব্যানার্জী, মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত ও আরো ক্রিয়া জগৎএর বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ । খেলার মধ্যে আতশবাজির প্রদর্শনী ও রণপা নৃত্য যা দর্শক দের মন জয় করেছে।
সিঙ্গুর গোল্ড কাপের ফাইনাল খেলায়। উপস্থিত ছিলেন
#অজিত_ব্যানার্জী - আই. এফ. এ. সভাপতি
#প্রসূন_ব্যানার্জী - এম. পি. প্রাক্তন ফুটবল
#বিদেশ_বোস- এম. এল. এ. প্রাক্তন ফুটবলার
#প্রশান্ত_ব্যানার্জী-প্রাক্তন ফুটবলার
#মানস_ভট্টাচার্য- প্রাক্তন ফুটবলার
#দেবাশীষ_দত্ত- সচিব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
#বাবুন_ব্যানার্জী- ফুটবল সচিব -মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
#সোহিনী_মিত্র- কার্যকরি সদস্যা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
#ডাঃ_করবী_মান্না - বিধায়ক হরিপাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Comments
Post a Comment