মানবিকতার নজির গড়লেন রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে


 মানবিকতার নজির গড়লেন রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে


দক্ষিণ ২৪ পরগণা : গত কয়েকদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট সূত্রে জানতে পারা যায় যে, মালদা নিবাসী কৃষ্ণা চৌধুরী বয়স ৫২ বছর মুমূর্ষ ক্যান্সার আক্রান্ত রোগী চিকিৎসার জন্য ' টাটা ক্যান্সার হাসপাতালে ' ভর্তি হয়েছেন। জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। 

এই খবরটি জানতে পারেন, দক্ষিণ ২৪ পরগনা জেলার রক্তদান আন্দোলনে  পথিকৃৎ তথা থ্যালাসেমিয়া সচেতনতার প্রচারক রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে। এমন পরিস্থিতিতে নিজ দায়িত্বে যুদ্ধকালীন তৎপরতায় সাত'জন রক্তদাতাকে সঙ্গে করে নিয়ে ২২,০৬,২০২২ তারিখ বুধবার সকালে টাটা ক্যান্সার হসপিটাল এ স্বেচ্ছায় রক্তদানের উদ্দেশ্যে হাজির হন। তিনি নিজে রক্তদান করতে পারতেন, কিন্তু দিন কয়েক আগে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য তিনি স্বেচ্ছায় রক্ত দান করেন। 

আপদকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় রক্তের সংস্থান করে দেওয়ার জন্য, রোগীর পরিবারের পক্ষ থেকে তাকে এবং রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। লাল্টু মিদ্দে নিজে, স্বেচ্ছায় রক্তদান এবং থ্যালাসেমিয়া সচেতনতার প্রচারে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম