চট শিল্পের শ্রমিকদের ২১টি ট্রেড ইউনিয়নের ডাকে কনভেনশন
সুফল চন্দ, শ্রীরামপুর, ২৪/০৬/২০২২ : গত দু বছর ছিল এক অন্ধকারময় সময়। থমকে গিয়েছিল মানুষের সাধারণ জীবনযাপন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক জীবন, কারণটা হলো করোনার আক্রমণ, যেন সারা বিশ্ব থেমে গেছে। করোনার প্রথম ঢেউয়ে দেখা যায় যে পরিমাণে বেড়েছিল মৃত্যুর সংখ্যা তার থেকে বেশি পরিমাণে বাড়ে কর্মহীন মানুষের সংখ্যা।
শুক্রবার চট শিল্পের শ্রমিকদের একুশটি ট্রেড ইউনিয়নের ডাকে শ্রীরামপুরের টাউনহলে হল একটি কনভেনশন।
"চটকল বাচাও ও চটকলের শ্রমিক ও তাদের পরিবারকে বাঁচা" এই দাবিতে সবকটি ইউনিয়নের পক্ষ থেকে রাস্তায় নেমে গত 27 মে 2022 জেলার পাঁচটি স্থানে শ্রমিক ও তাদের পরিবার ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকে এবং গত 10 জুন 2020 জেলার তিনটি স্থানে শ্রমিকরা অনশন ও অবস্থান করে। তাদের একটাই দাবি শ্রমিকদের নিয়ে কারখানা খুলতে হবে।
শুক্রবার শ্রীরামপুরের টাউনহলে যে কনভেনশন হয় তার মূল দাবী হল চটকল শ্রমিকদের 26000 টাকা ন্যূনতম মজুরি দৈনিক মজুরি, শ্রমিক নিয়োগে বিরুদ্ধে ১৯ : ২০ দ্রুত কার্যকরী করা, মজুরী বৃদ্ধিসহ নতুন দাবি সনদের 27 দফা দাবির মীমাংসার জন্য ত্রিপাক্ষিক আলোচনা শুরু চট শিল্পের ইউনিয়নের প্রতিনিধিগণ একজোট হওয়া।
হুগলি জেলার CITU সাধারণ সম্পাদক তীর্থংকর রায় বলেন 27 দফা দাবি নিয়ে রাজ্যের কনভেনশন হচ্ছে।
Comments
Post a Comment