বহুমুখী কর্মকাণ্ডে সাংসদ অপরূপা পোদ্দার
১. আরামবাগ এর ১৭ নম্বর ওয়ার্ডের নির্ভয়পুরের বাসিন্দা গৌরীশংকর হাটি। পাঠানকোটের সেনা ছাউনিতে হঠাৎ এক সেনার গুলিতে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। জাতির জন্য তাঁর নিঃস্বার্থ আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে।
শহীদ জওয়ান পরিবারের নিজ বাড়িতে উপস্থিত থেকে সবরকম সহযোগিতা করার আশ্বাস ও সমবেদনা জ্ঞাপন করলাম।
২. আরামবাগ এর ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা তথা প্রাক্তন কাউন্সিলর মিনতি দলুই মহাশয়ার আকস্মিক প্রয়াণে আমি শোকস্তব্ধ। আমি তাঁর বিদেহী আত্মা'র চিরশান্তি কামনা করি। ওনার বসত বাড়িতে পরিবার-পরিজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সাথে হাজির হয়ে হার্দিক বেদনা ব্যক্ত করলাম।
৩. পুরশুড়া বিধানসভা'র অন্তর্গত হরিণখোলা- ২ গ্রাম পঞ্চায়েতে অবস্থিত, ভারতীয় নবজাগরণের প্রাণপুরুষ রাজা রামমোহন রায়ের মামার বাড়ি পরিদর্শন করলাম। পরিচালনার দায়িত্বে থাকা বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে স্থাপত্যটির উন্নয়ন পরিকল্পনা, আধুনিকীকরণ এবং সৌন্দর্যায়নের বিষয়ে আলোচনা হল।
৪. আরামবাগে গড়বাড়ি আশ্রমে পূজনীয় মনীষীদের কাছে প্রার্থনা করলাম।
৫. আরামবাগ বিধানসভা'য় দলীয় কর্মী-সমর্থক ও নেতৃত্বদের সাথে শহীদ স্মরণে একুশে জুলাই সমাবেশ সার্থক করার উদ্দেশ্যে দেওয়াল লিখন ও জনসংযোগ।
৬. শিক্ষাক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রকল্পগুলির দৃষ্টান্ত নজিরবিহীন। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আরামবাগ মহকুমার অন্তর্গত প্রতিটি বিদ্যালয়ের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আলিম, ফাজিল ও হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় প্রথম স্থানাধিকারী প্রায় ২৮০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করলেন,
আরামবাগের সাংসদ মাননীয়া অপরূপা পোদ্দার মহাশয়া। কৃতি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অভিভাবকমন্ডলী, সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং প্রশাসনিক আধিকারিকগণ।
Comments
Post a Comment