কোন্নগরে তৃনমূল ট্রেড ইউনিয়নের রক্তদান শিবিরে উপস্থিত প্রবীর ঘোষাল, চর্চা রাজনৈতিক মহলে, কবে ফিরছেন চলছে জল্পনা
নিজস্ব প্রতিনিধি, কোন্নগর : কোন্নগরে তৃনমূল ট্রেড ইউনিয়নের রক্তদান শিবিরে উপস্থিত প্রবীর ঘোষাল,চর্চা রাজনৈতিক মহলে,কবে ফিরছেন তৃনমূলে এনিয়ে জল্পনা।তৃনমূলের দাবী সৌজন্য,উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক মন্তব্যে নারাজ।
গতকাল কোন্নগরে তৃনমূল প্রভাবিত টোটো চালকদের ইউনিয়নে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীর ঘোষাল।যা নিয়ে চর্চা শুরু হয় জেলা রাজনৈতিক মহলে।
প্রবীর ঘোষাল উত্তরপাড়া থেকে তৃনমূলের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ২০১৬ সালে।২১ শের বিধানসভা ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাটার্ড প্লেনে দিল্লী গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন।উত্তরপাড়া থেকে বিজেপির প্রার্থী হয়ে কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন।
রাজীবের মত প্রবীর ঘোষালও তৃনমূল ফিরবেন এমন চর্চা শুরু হয়। তৃনমূলের মুখপত্র জাগো বাংলায় লেখেন কেন বিজেপি করা যায়না।তারপর চর্চা বাড়ে আরো কয়েক গুন।কোন্নগরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন বিজেপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
তবে তৃনমূলে অফিসিয়ালী যোগ দেননি।বলা ভালো রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি ডোমজুরের তৃনমূল কর্মিরা মেনে নিতে পারেনি।সেসময় যারা তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা ফিরতে শুরু করতেই চারিদিকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়।এরপরেই তৃনমূল নেতৃত্ব দলে ফিরে চাওয়া নেতাদের সম্পর্কে ধীরে চলো নীতি নেয়।
দীর্ঘদিন চুপচাপ থাকার পর প্রবীর ঘোষালকে দেখা গেল তৃনমূলের রক্তদান শিবিরে।যেখানে তৃনমূল নেতাদের ছবি রয়েছে মঞ্চে।কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদবের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীর ঘোষাল।তাই আবারও জল্পনা শুরু হয়েছে।আচ্ছালাল যাদব এবিষয়ে বলেন,একটা অনুষ্ঠানে উনি আমন্ত্রিত ছিলেন আমিও ছিলাম।
প্রবীর ঘোষাল আমাদের প্রাক্তন বিধায়ক তাই তাকে আমন্ত্রণ করা হয়েছে।এটা নিয়ে চর্চার কিছু নেই।
প্রবীর ঘোষাল যদিও এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
Comments
Post a Comment