খানাকুলে দুঃস্থদের পাশে এগিয়ে এলো জাগরণ




সৌরভ আদক, খানাকুল : রবিবার হুগলীর খানাকুল ব্লকের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁচরা ও শঙ্করপুর গ্রামের বাসিন্দাদের ও দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে পুরোনো বস্ত্র বিতরণ প্রদান করা হয় হুগলির সিঙ্গুরের জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।  

এদিন প্রায় তিনশোর অধিকজন দুঃস্থ পরিবারের ছোট থেকে বড় সবার হাতে বস্ত্র বিতরণ করা হয়ে থাকে। এই সিঙ্গুরের জাগরণ নামে সংস্থার পক্ষ থেকে জানা যায়। সারা বছরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার।

জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানানো হয়, বাড়িতে যে সব জামা কাপড় পড়বার উপযুক্ত নয়। এই সব কাপড় ফেলে না দিয়ে বা নষ্ট না করে সিঙ্গুরের জাগরণের সদস্যদের কাছেই পৌঁছে দিন।এই ভাবেই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন অনেক ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। 

জাগরণের কর্ণধার সৌম্যদীপ পাকিরা কি বললেন


সকলেই দু'হাত এক করে এগিয়ে এসেছেন। তার সাথে আমাদের সংস্থার কাছে পৌচ্ছে দিয়েছেন। সব রকমের জামাকাপড়। সেই সব পুরাতন জামা কাপড় রবিবার সকালে। ছোট থেকে বড় দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত।




Comments

Popular posts from this blog

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

বীরভূম: বোমা বিস্ফোরনে কেপে উঠল বীরভূম